কলম্বিয়ায় গুলিতে আহত সাংবাদিক মারা গেলেন

অপরাধ
প্রতীকী ছবি

কলম্বিয়ায় সংগঠিত অপরাধ নিয়ে প্রতিবেদনকারী এক সাংবাদিক গতকাল বুধবার মারা গেছেন। দুদিন আগে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যালি শহরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন তিনি। তাঁর শরীরে একাধিক গুলি লেগেছিল। খবর এএফপির।

নিহত এই সাংবাদিকের নাম ফিলিপ গুয়েভারা। কলম্বিয়ার স্থানীয় সংবাদপত্র কিউবুতে কর্মরত ছিলেন তিনি। পত্রিকাটি গুলিতে তাঁর নিহত হওয়ার খবর জানিয়েছে।

পত্রিকা কর্তৃপক্ষ টুইটারে বলেছে, ‘আমাদের অপরাধবিষয়ক প্রতিবেদক ফিলিপ গুয়েভারা গতকাল বিকেলে মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় এক হামলায় আহত হয়েছিলেন তিনি।’

প্রেস ফ্রিডম ফাউন্ডেশনের তথ্য (এফএলআইপি) অনুযায়ী, গুয়েভারা স্থানীয় একটি অপরাধী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে লিখেছিলেন। এরপর হুমকি পেয়ে নিজ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় চলে যান। সেখানে ২০১৭ সালে হামলায় গুরুতর আহত হন। পরে ২০১৮ সালে ও সর্বশেষ গত আগস্ট মাসে তিনি অপরাধীচক্রের হুমকি নিয়ে প্রতিবেদন করেন।

গুয়েভারা (২৭) কলম্বিয়ায় ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সে দেশের পুলিশ বাহিনীর সদস্যদেরকে দেওয়া প্রাণনাশের হুমকি নিয়ে প্রতিবেদন করেছিলেন বলে এক সংবাদ সম্মেলনে জানান ক্যালির মেয়র জর্জ আইভান ওসপিনা। খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য ১৫ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

গুয়েভারা তাঁর ওই প্রতিবেদন করার জন্য হামলার শিকার হন—এ কথা প্রাথমিকভাবে নাকচ করে দিয়েছে পুলিশ। প্রতিবেদন তৈরির পাশাপাশি তিনি চিত্রগ্রাহকের কাজ করতেন। সংবাদ সম্মেলনে ওসপিনা বলেন, তাঁকে হত্যার সূত্র উদ্‌ঘাটনে সম্ভাব্য সব বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।

কলম্বিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জুলিয়েট ডি রিভেরো সাংবাদিক গুয়েভারা নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে এ বিষয়ে দ্রুত ও কার্যকর তদন্ত পরিচালনা করা এবং হামলাকারীদের সাজা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রেস ফ্রিডম ফাউন্ডেশনের তথ্য (এফএলআইপি) অনুযায়ী, গুয়েভারা স্থানীয় একটি অপরাধী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে লিখেছিলেন। এরপর হুমকি পেয়ে নিজ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় চলে যান। সেখানে ২০১৭ সালে হামলায় গুরুতর আহত হন। পরে ২০১৮ সালে ও সর্বশেষ গত আগস্ট মাসে তিনি অপরাধীচক্রের হুমকি নিয়ে প্রতিবেদন করেন।

ফাউন্ডেশন আরও বলেছে, সাংবাদিকতার কারণেই গুয়েভারাকে গুলি করা হয়েছে—পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিষয়টি নাকচ করে দেওয়ার ঘটনাটি উদ্বেগের।

এদিকে কলম্বিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জুলিয়েট ডি রিভেরো সাংবাদিক গুয়েভারা নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে এ বিষয়ে দ্রুত ও কার্যকর তদন্ত পরিচালনা করা এবং হামলাকারীদের সাজা দেওয়ার আহ্বান জানিয়েছেন।