গুয়াতেমালায় ‘অননুমোদিত’ মার্কিন অভিযান নিয়ে তদন্ত হচ্ছে

সীমান্তে গাড়ি তল্লাশি করছেন গুয়াতেমালার এক সীমান্তরক্ষী
ছবি : রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির একটি প্রতিবেদন যাচাই ও বিশ্লেষণের জন্য একটি প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে গুয়াতেমালার সরকার। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মীরা গুয়াতেমালায় হন্ডুরাসের শরণার্থীদের ধরপাকড়ের বিষয়ে একটি অননুমোদিত অপারেশনে নিযুক্ত ছিলেন।

মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটি গত মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে অভিযোগ করা হয়,  চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী হন্ডুরাসের নাগরিকের ওপর নিপীড়ন চলে। এতে যুক্তরাষ্ট্র সরকারের অর্থের অপব্যবহার হয়েছে এবং সঙ্গে এটি দেশটির প্রথা ও আইনবিরুদ্ধ।

সিনেট কমিটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুয়াতেমালায় হন্ডুরাসের শরণার্থীদের পরিবহনে যুক্ত ছিল। তাঁদের গুয়াতেমালা-হন্ডুরাস সীমান্তে রেখে আসা হয়। এতে গুয়াতেমালার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি লঙ্ঘন হয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি অভিবাসন বা আইন প্রয়োগকারী কার্যক্রম পরিচালনা করবে না।

গত জানুয়ারিতে হন্ডুরাসের দুই হাজারের বেশি অভিবাসী এবং আশ্রয়প্রার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের আটকানো হয় এবং মেক্সিকোর অভিবাসী কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু গুয়াতেমালার সরকার পরিবর্তনের মাত্র কয়েক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ওই অভিযান পরিচালনা করে।

গুয়াতেমালার প্রেসিডেন্টের অফিস থেকে বলা হচ্ছে, প্রতিবেদন প্রকাশের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিষয়। এটা তাদের সংস্থার অভ্যন্তরীণ বিষয়। এটা যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি তদন্ত করছে। গতকাল বুধবার গুয়াতেমালা সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন সংস্থা ও অ্যাটর্নি জেনারেলের দপ্তর মার্কিন প্রতিবেদন যাচাই ও বিশ্লেষণের জন্য একটি প্রক্রিয়ায় যুক্ত হবে। গুয়াতেমালার ন্যাশনাল সিভিলিয়ান পুলিশও (পিএনসি) বিষয়টি খতিয়ে দেখছে।