চীনের সিনোভ্যাকের টিকা গেল ব্রাজিলে

সিনোভ্যাকের টিকা কিনবে ব্রাজিল
ছবি: রয়টার্স

চীনের সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক টিকার পরীক্ষা চলছে ব্রাজিলে। দেশটির সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট বায়োমেডিকেল সেন্টার গতকাল বৃহস্পতিবার চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের ১০ লাখ ডোজ টিকা গ্রহণ করেছে। ব্রাজিলের প্রতিষ্ঠানটি দেশটির ১৬টি অঞ্চলে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুটানটানে করোনাভ্যাক টিকার প্রথম চালানটি মোড়কজাত করে লেবেল লাগানো হবে। এ টিকা নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বুটানটান জানিয়েছে, ১৫ ডিসেম্বর সিনোভ্যাক তাদের টিকার কার্যকারিতার ফলাফল জানাবে।

ব্রাজিলের সিনেট বৃহস্পতিবার প্রেসিডেন্টের একটি ডিক্রি অনুমোদন করেছে, যাতে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকাটি কিনতে ৩৮ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। এ তহবিল পাবে ফেডারেল জৈবপ্রযুক্তি সংস্থা ফিয়োক্রুজ। তারা টিকা কেনার পাশাপাশি পরে ব্রিটিশ টিকাটি উৎপাদন করবে।

সাও পাওলোর গভর্নর জো ও ডোরিয়া বলেছেন, এখানে জানুয়ারি মাস থেকে টিকাদান কর্মসূচি চালু করা হবে। দেশটির জাতীয় টিকা পরিকল্পনার আগেই সাও পাওলোতে টিকাদান শুরু করতে চান তিনি। ব্রাজিল মার্চ মাস নাগাদ টিকাদান কর্মসূচি চালু করতে চায়।

ডোরিয়া বলেছেন, ‘আমরা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছি না। আমরা আরও ব্রাজিলবাসীকে কবর দেওয়ার জন্য অপেক্ষা করব না, আমরা জানুয়ারি পর্যন্ত ৬০ হাজার জীবন রক্ষা করতে পারি।’
বৃহস্পতিবার সাও পাওলোর মেয়র বলেন, রাজ্যটি এ মাসেই চীনের কাছ থেকে ৬০ লাখ ডোজ টিকা পাচ্ছে। আরও ৪০ লাখ ডোজ ১৫ জানুয়ারি নাগাদ পাওয়া যাবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে ২০২২ সালের নির্বাচনে ডোরিয়া লড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। জইর বলসোনারো দীর্ঘদিন ধরেই সিনোভ্যাকের টিকার সমালোচনা করে আসছেন।

ব্রাজিলে একজন স্বেচ্ছাসেবীর আত্মহত্যার কারণে সিনোভ্যাকের টিকা পরীক্ষা স্থগিত করার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন ডোরিয়া। ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা অ্যানভিসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন তিনি। টিকা পরীক্ষা আবার শুরু হলেও পরীক্ষা স্থগিতের বিষয়টিকে বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন বলসোনারো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিজিল্যান্স সেক্রেটারি আর্নাল্ডো মেডিইরোস বলেন, অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে কেনা দেড় কোটি ডোজ টিকার প্রথম ব্যাচটি স্বাস্থ্যকর্মী, প্রবীণ এবং নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী অগ্রাধিকার পাবে।

ফেডারেল সরকার সিনোভ্যাকের টিকা কিনবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে টিকা নিরাপদ ও কার্যকর হবে এবং অ্যানভিসার অনুমোদ পাবে, তাতেই মন্ত্রণালয়ের আগ্রহ দেখাবে।