নিউজিল্যান্ডে ভূমিকম্প, পেরুতে সুনামি সতর্কতা জারি

স্থানীয় সময় ৫ মার্চ ভোরে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে পেরু
ফাইল ছবি: এএফপি

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর পেরুতে সুনামি সতর্কতা জারি করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পেরুর উপকূলে এই সুনামি সতর্কতা জারি করে দেশটির কর্তৃপক্ষ। সুনামি সতর্কতা জারি করা হলেও সংশ্লিষ্ট এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি।

পেরুর ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের জারি করা সুনামি সতর্কতায় বলা হয়, দেশটির উপকূলে সুনামি আঘাত হানতে পারে। স্থানীয় সময় ৫ মার্চ ভোরে সুনামি হতে পারে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরই পেরু এই পদক্ষেপ নেয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, নিউজিল্যান্ড উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অন্তত তিনটি ভূমিকম্প আঘাত হানে।

প্রথম ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। পরে ৭ দশমিক ৪ ও ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়।

পেরুর ইমার্জেন্সি সেন্টার বলেছে, বড় ধরনের ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ নির্দেশ দিলে যাতে লোকজন নিরাপদে উঁচু স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে পারে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন