বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় দাবি সমাজতন্ত্রী প্রার্থীর

এমএএস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী লুইজ আরসে
ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষায় লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। তবে ইতিমধ্যে এই নির্বাচনে বড় জয় পাওয়ার দাবি করেছে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) পার্টি। দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাস কয়েকের রাজনৈতিক অস্থিরতার পর করোনা মহামারির মধ্যে গতকাল রোববার বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়।

আজ সোমবার নির্বাচনের বুথফেরত জরিপ বেরিয়েছে। জরিপে এমএএস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী লুইজ আরসে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

৫৭ বছর বয়সী লুইজ আরসে ৫২ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

লুইজ আরসের প্রধান প্রতিপক্ষ মধ্যপন্থী সিটিজেনস কমিউনিটির নেতা কার্লোস মেসা। ৬৭ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট মেসা পেয়েছেন ৩১ দশমিক ৫ শতাংশ ভোট।

অপর প্রেসিডেন্ট প্রার্থী দক্ষিণপন্থী জাতীয়তাবাদী লুইজ কামাচো। ৪১ বছর বয়সী এই নেতা পেয়েছেন ১৪ দশমিক ১ শতাংশ ভোট।

অপর একটি বুথফেরত জরিপেও প্রায় কাছাকাছি ফলাফলের ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপেও লুইজ আরসেকে এগিয়ে রাখা হয়েছিল।

লুইজ আরসে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের অর্থমন্ত্রী ছিলেন।

বুথফেরত জরিপের ফলাফল সামনে আসার পরিপ্রেক্ষিতে আজ লুইজ আরসে এক বক্তৃতায় বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি।’

বলিভিয়ায় বিদ্যমান আইনে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ প্রার্থী মোট ভোটের ৪০ শতাংশ বা তার বেশি পেলে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান ১০ শতাংশ বা তার বেশি হলে দ্বিতীয় দফার নির্বাচনের দরকার হয় না।

এমএএস পার্টির প্রতিষ্ঠাতা নেতা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস গত বছরের অক্টোবরে বিতর্কিত পুনর্নির্বাচনের জেরে বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। পরে মেক্সিকোতে আশ্রয় নেন। তাঁর দলের প্রেসিডেন্ট প্রার্থী লুইজ আরসের বিজয় নিশ্চিত হলে মোরালেসের দেশে ফেরার পথ উন্মুক্ত হতে পারে।