জয়ের পথে মাদুরো

ভোট দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো
ছবি: রয়টার্স

বিরোধী দলগুলোর বর্জন সত্ত্বেও ভেনেজুয়েলায় নির্বাচন হচ্ছে। আংশিক পাওয়া নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, মাদুরো শতকরা ৬৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সমাজবাদী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। এবার ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হচ্ছে। খবর বিবিসির।

বিরোধী দলগুলোর নেতৃত্বে আছেন হুয়ান গুয়াইদো। দুই বছর ধরে গুয়েদের সঙ্গে মাদুরোর ক্ষমতার দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে।

যুক্তরাষ্ট্রসহ ৫০টির বেশি দেশ হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে বিবেচনা করে।

গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলার নির্বাচনকে ‘জালিয়াতি ও লজ্জাজনক’ ঘটনা বলে অভিহিত করেন।

পম্পেও বলেন, এই নির্বাচনের ফলাফল অবৈধ মাদুরো সরকারের প্রতি মানুষের ইচ্ছার প্রতিফলন নয়।

গতকাল রোববার ভোট দেওয়ার পর মাদুরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে ভেনেজুয়েলার উত্তরণের যুগের শুরু হবে।

মাদুরো বলেন, ‘অপেক্ষা করার মতো ধৈর্য ও প্রজ্ঞা আমাদের আছে। এই ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে মুক্তি পাওয়ার দিনটি থেকে আমরা অপেক্ষা করছি।’

ভেনেজুয়েলার নির্বাচনে ভোট পড়ার হার বেশ কম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, ভোটকেন্দ্রগুলো প্রায় ফাঁকা ছিল। ভোট দিতে আগ্রহীদের সারি খুব দীর্ঘ ছিল না। রাজধানী কারাকাসে ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত বেশি ছিল। এখানে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির অবস্থান বেশ শক্ত।

সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির ৬২ দশমিক ২ শতাংশ মানুষ মাদুরো বা গুয়েদ কাউকেই সমর্থন করেন না।

করোনাভাইরাসের এই মহামারির সময় ভোটারেদের মাস্ক পরে ভোটকেন্দ্রে আসতে বলা হয়। দক্ষিণ আমেরিকার এই দেশে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯১৬ জন।