ব্রাজিলে ম্যানগ্রোভ রক্ষার নীতিমালা বাতিল

দাবানলের পাশাপাশি মানবসৃষ্ট নানা কারণে ব্রাজিলে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। ৭ আগস্ট, মাতো গ্রোসো অঙ্গরাজ্য, ব্রাজিল
ছবি: এএফপি

ব্রাজিলে ম্যানগ্রোভ বনাঞ্চল এবং উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বাস্তুসংস্থান রক্ষার জন্য যে নীতিমালা বাতিল করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোর সরকার গত সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এ পদক্ষেপের সমালোচনা করে পরিবেশবাদীরা একে ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ২০০২ সালে ব্রাজিলের ম্যানগ্রোভ বনাঞ্চল এবং আটলান্টিক মহাসাগরের উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ও প্রায় গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল নিয়ে একটি ‘স্থায়ী সুরক্ষিত অঞ্চল’ তৈরি করা হয়েছিল। ওই আদেশ বাতিলের মধ্য দিয়ে ‘স্থায়ী সুরক্ষিত অঞ্চল’ বাতিল হয়ে গেল। পরিবেশবাদীরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ধ্বংসের ঝুঁকিতে পড়ল এসব বনাঞ্চল।

সোমবার ব্রাজিলের ন্যাশনাল এনভায়রনমেন্টাল কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রী রিকার্ডো সালেস এই বৈঠকের সভাপতিত্ব করেন।

এ প্রসঙ্গে পরিবেশবাদী গ্রুপ এসওএস মাটা আটলান্টিকার প্রধান মারিও মান্তোভানি বলেন, ভৌত অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণে এসব বনাঞ্চল ঝুঁকির মুখে রয়েছে। বনভূমিগুলো যাতে আরও ধ্বংসের মুখে না পড়ে, সে জন্য ন্যূনতম একটি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল ২০০২ সালের নীতিমালার মাধ্যমে। এই নীতিমালা বাতিলের পদক্ষেপকে ‘সমাজবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

ব্রাজিল সরকারের এই সিদ্ধান্তে পর পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাপক আকারে পরিবেশ বিপর্যয় প্রত্যক্ষ করছি আমরা। ব্রাজিলেও বনভূমি পুড়ছে। সালেস নিজেকে দেশটির বনভূমি আরও ধ্বংসে উৎসর্গ করেছেন।’
বিবিসির খবরে বলা হয়েছে, কার্বন শোষণের ক্ষেত্রে আমাজনের বনের মতো প্রায় সমান ভূমিকা রাখে ম্যানগ্রোভ বনাঞ্চল। আমাজন বনাঞ্চলের এক একর এলাকা যে পরিমাণ কার্বন শোষণ করে, তার প্রায় সমপরিমাণ কার্বন শোষণ করে সমান আয়তনের ম্যানগ্রোভ বন।