ব্রাজিলে লাগামছাড়া সংক্রমণ, চিন্তা নেই বলসোনারোর

করোনাভাইরাসপ্রতীকী ছবি
করোনার ভয়াবহতাকে বরাবর খাটো করে দেখিয়ে আসছেন জইর বলসোনারো
ছবি: এএফপি

ব্রাজিলে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন লাগামছাড়া। গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশটিতে বিগত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ২৪৬ জন। একই সময়ে মারা গেছেন ৩০৭ জন। খবর রয়টার্সের।

তবে পরিস্থিতি যা–ই হোক, কপালে চিন্তার ভাঁজ নেই ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর। শনিবার তিনি বলেছেন, দেশে করোনার টিকাদান কর্মসূচি বিলম্বিত হলেও তাতে চিন্তিত নন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে বর্তমানে করোনায় নিশ্চিত সংক্রমণের ঘটনা প্রায় ৭৫ লাখ। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৭৯৫ জন।

সম্প্রতি করোনার টিকাদান কর্মসূচি নিয়ে সরকারের গা ছাড়া ভাবে প্রেসিডেন্ট বলসোনারোর ওপর আরও খেপেছেন ব্রাজিলের নাগরিকেরা। এখনো এ কর্মসূচি নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সরকার। যদিও সারা বিশ্বেই টিকা সংগ্রহে হুড়োহুড়ি লেগে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ব্যাপক হারে টিকা দেওয়া শুরুও হয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহতার ব্যাপারে সন্দিহান ও এটিকে বরাবর খাটো করে দেখানোর চেষ্টা করে যাওয়া হাতে গোনা কয়েকজন বিশ্বনেতার একজন বলসোনারো। আয়তনে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে যেভাবে তাঁর সরকার করোনা মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে, তাতে ক্ষুব্ধ দেশটির জনগণ।

কেউ আমাকে কোনো ব্যাপারে চাপে ফেলতে পারেনি। আমি এসব গায়ে লাগাই না।
প্রেসিডেন্ট বলসোনারো

উপরন্তু, সম্প্রতি করোনার টিকাদান কর্মসূচি নিয়ে সরকারের গা ছাড়া ভাবে প্রেসিডেন্ট বলসোনারোর ওপর আরও খেপেছেন ব্রাজিলের নাগরিকেরা। এখনো এ কর্মসূচি নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সরকার। যদিও সারা বিশ্বেই টিকা সংগ্রহে হুড়োহুড়ি লেগে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ব্যাপক হারে টিকা দেওয়া শুরুও হয়েছে।

শনিবার ব্রাসিলিয়ায় সাংবাদিকদের সামনে পড়েন বলসোনারো। এ সময় টিকাদান কর্মসূচি নিয়ে তুমুল সমালোচনায় চাপে আছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আমাকে কোনো ব্যাপারে চাপে ফেলতে পারেনি। আমি এসব গায়ে লাগাই না।’ পরে তাঁর এই বক্তব্য সংবলিত ভিডিও সিএনএন সম্প্রচার করে।