‘ব্রাজিলের ট্রাম্পের’ আগাম ‘সতর্কতা’

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তাঁর কথাবার্তা, আচরণ ও রাজনৈতিক কৌশলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মিল খুঁজে পান কেউ কেউ
ফাইল ছবি: রয়টার্স

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, মার্কিন নির্বাচনে ভোট গণনার ওপর আস্থার অভাবেই দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালিয়েছে জনতা। একই রকম ঘটনা ব্রাজিলেও ঘটতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট নিজ বাসভবনের সামনে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমেরিকার নির্বাচনে কী ঘটল? যা ঘটল, সে সংকটের কারণ কী?...ব্রাজিলে ইলেকট্রনিক ভোটদান পদ্ধতি, ব্যালট গণনার দক্ষতা এবং গতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তবে এটাও কারসাজিতে ব্যবহার করা যায়।’

গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। তবে ওই অধিবেশনেই কংগ্রেস ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেনের জয় অনুমোদন করে। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

বলসোনারো কোনো প্রমাণ ছাড়াই বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কিছু মানুষ তিন-চারবার ভোট দিয়েছেন। এমনকি মৃত মানুষও ভোট দিয়েছেন। তিনি বলেন, ‘ব্রাজিলে যদি ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি থাকে, একই ঘটনা ঘটতে পারে। জালিয়াতি হতে পারে।

২০২২ সালে ছাপা ব্যালট ব্যবহার না করলে ভোট নিরীক্ষার ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের মতো বড় সমস্যায় পড়ব।’

বলসোনারোকে ‘ব্রাজিলের ট্রাম্প’ বলেন কেউ কেউ। তাঁর কথাবার্তা, আচরণ ও রাজনৈতিক কৌশলের সঙ্গে ট্রাম্পের মিল খুঁজে পান অনেকে। বলসোনারো ২০২২ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের বদলে ছাপা ব্যালটে ভোট নেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছেন। ওই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।