ভেনেজুয়েলার উপকূলে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

ভেনেজুয়েলার কয়েক হাজার মানুষ দেশ ছাড়তে কঠিন পথ পাড়ি দেন
ছবি: রয়টার্স

দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার পূর্ব উপকূল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই অভিবাসনপ্রত্যাশী। ধারণা করা হচ্ছে, তাঁরা ভেনেজুয়েলা থেকে সাগর পাড়ি দিয়ে ত্রিনিদাদ ও টোবাগো যাচ্ছিলেন। গত দুই দিনে এই ১৪ জনের মরদেহ উদ্ধার করা হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, মরদেহগুলো ভেনেজুয়েলার উপকূলীয় শহর গুইরিয়ার কাছে পাওয়া গেছে। ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে বলা হয়, গত শনিবার শেষ বিকেলের দিকে ১১টি মরদেহ পাওয়া যায় আর রোববার দুজন পুরুষ ও একজন নারীর মরদেহ পাওয়া যায়। এতে আরও বলা হয়, কেউ তাঁদের নিখোঁজ হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানায়নি। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ঘটনার সঙ্গে গুইরিয়ার অপরাধী গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে মনে করছে।

ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সরকারি পরিষেবার ঘাটতি রয়েছে। এ জন্য অনেকের মতো তাঁরাও দেশ ছেড়ে যাচ্ছিলেন। প্রায়ই ধারণ ক্ষমতার চেয়ে বেশি আরোহীসহ ছোট নৌকায় ভেনেজুয়েলার নাগরিকেরা উপকূলীয় প্রতিবেশী ত্রিনিদাদ ও টোবাগোয় পালানোর চেষ্টা করেন। অধিকাংশ সময় এসব নৌকায় পর্যাপ্ত জ্বালানি ও খাবার থাকে না। গত বছর এ রকম দুটি নৌকা ভেনেজুয়েলার উপকূল থেকে প্রতিবেশী দেশটির উদ্দেশে রওনা হওয়ার পর সাগরে হারিয়ে যায়। এবারের ঘটনায় মরদেহগুলো দেশটির গুইরিয়া থেকে সাত নটিক্যাল মাইল দূরে পাওয়া গেছে।