মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের জন্য কবর খুঁড়ছেন এক ব্যক্তি। ভ্যালে দ্য চালকো, মেক্সিকো স্টেট, মেক্সিকো, ১৯ নভেম্বরছবি: এএফপি

মেক্সিকোতে কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি বিশ্বের চতুর্থ স্থানে পৌঁছেছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল বলেন, ‘আজ আমাদের দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাত্যহিক হালনাগাদ তথ্য অনুযায়ী, মেক্সিকোতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৬ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১০৪ জনে দাঁড়াল। মৃতের সংখ্যার দিক থেকে এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত মেক্সিকোর সামনে রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফের সংক্রমণের হার বাড়ছে। তবে কর্তৃপক্ষ বলছে মৃতের সংখ্যা আগের চেয়ে কমে আসছে।

প্রায় ১৩ কোটি জনসংখ্যার দেশ মেক্সিকোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ১৯ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। আগের দিনের চেয়ে এ সংখ্যা ৪ হাজার ৪৭২ জন বেশি।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাত্যহিক হিসাবে মেক্সিকোতে আবারও আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

চলতি সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, ‘চারদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে...তবে সেই তুলনায় মৃত্যু কম, এটাই আমাদের লক্ষ্য।’ তবে মহামারিবিষয়ক বিশেষজ্ঞ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মী মালাকুইয়াস লোপেজ বলেন, পরিস্থিতির উন্নতি হবে কি না, তা অস্পষ্ট। তিনি এএফপিকে বলেন, ‘আমরা এখন এমন একটা পর্যায়ে আছি, যেখান থেকে পরিস্থিতি কোন দিকে যাবে তা স্পষ্ট নয়। আমরা জানি না এটা কোন দিকে যাবে।’

সরকার বলছে স্থূলতা, হাইপারটেনশন ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা বেশি মারা যাচ্ছেন।