মেক্সিকোয় টিকা চুরি, দেশজুড়ে সেনা মোতায়েন

মেক্সিকোর মোরেলোস রাজ্যের একটি হাসপাতাল থেকে করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। খবর বিবিসির।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধী গোষ্ঠীগুলোর হাত থেকে টিকার সরবরাহ রক্ষায় মেক্সিকোয় দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।

মেক্সিকোর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হাসপাতাল কর্মীদের কোনো সদস্য তাঁর ব্যক্তিস্বার্থ হাসিলে টিকা চুরির মতো এমন অসততার কাজটি করেছেন।

আলাদা আরেক ঘটনায় ৪৪টি অক্সিজেন সিলিন্ডার বহনকারী একটি ট্রাক জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেক্সিকোয় করোনায় সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালের পাশাপাশি বাড়িতে চিকিৎসাধীন রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারের চাহিদা অনেক বেড়ে গেছে।

মেক্সিকোতে ১২ কোটি ৯০ লাখ মানুষের বসবাস। দেশটি তার সব নাগরিককে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত এই মহামারিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৪০ হাজার। করোনায় মৃত্যুর হারের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান চতুর্থ।

এদিকে পৃথক ঘটনায় গত মঙ্গলবার অক্সিজেনের ট্যাংক চুরি করতে কিছু সশস্ত্র ব্যক্তি সোনোরা রাজ্যের একটি হাসপাতালে হানা দেন বলে বার্তা সংস্থা এপির খবরে জানানো হয়। খবরে বলা হয়, হামলাকারীরা হাসপাতালটিতে ঢুকে একজন কর্মীর দিকে বন্দুক তাক করেন। হামলাকারীরা জানতে চান, অক্সিজেনের সিলিন্ডার কোথায় আছে। পরে চারটি খালি ও অক্সিজেনভর্তি তিনটি সিলিন্ডার নিয়ে চলে যান।

আলাদা আরেক ঘটনায় ৪৪টি অক্সিজেন সিলিন্ডার বহনকারী একটি ট্রাক জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেক্সিকোয় করোনায় সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালের পাশাপাশি বাড়িতে চিকিৎসাধীন রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারের চাহিদা অনেক বেড়ে গেছে।