মোরালেসের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস
ছবি: রয়টার্স

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির একটি আদালত গত সোমবার এই পরোয়ানা বাতিল করেন। রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে গত বছর মোরালেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

গত বছরের অক্টোবরে বিতর্কিত পুনর্নির্বাচনের জেরে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন মোরালেস। নভেম্বরে তিনি দেশ ছাড়েন। তখন থেকে তিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন আর্জেন্টিনায়।

কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর ১৮ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে বড় জয় পেয়েছেন তাঁর দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) পার্টির প্রেসিডেন্ট প্রার্থী লুইজ আরসে। তিনি মোরালেস সরকারের অর্থমন্ত্রী ছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে মোরালেস বলেছিলেন, তাঁর দল জয়ী হলে দেশে ফিরবেন তিনি।

মোরালেসের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হওয়ায় এখন তাঁর দেশে ফেরার পথ উন্মুক্ত হলো। কারণ, এখন আর তাঁর গ্রেপ্তার হওয়ার আশঙ্কা নেই।

মোরালেস বলিভিয়া ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে এই সরকারের প্রধান বলেছিলেন, মোরালেসের বিচারের মুখোমুখি হওয়া উচিত।

পরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বিতর্কিত নির্বাচনের পর মোরালেস অশান্তি সৃষ্টি করেন। ওই সময় সংঘটিত সংঘর্ষ-সহিংসতা বেশ কিছু মানুষ হতাহত হয়েছিল।

সে সময় সরকারি কৌঁসুলিরা রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে মোরালেসের বিরুদ্ধে মামলা করেন।

মোরালেস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক প্রতিশোধমূলক বলে বর্ণনা করেন।

সবশেষ মোরালেসের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

এ অবস্থায় মোরালেসের বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেন আদালত।

তবে মোরালেসের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি অভিযোগ বাতিল হয়নি। এই অভিযোগের তদন্ত চলবে বলে জানিয়েছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা।

মোরালেস শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি কোনো অপরাধ করেননি। মোরালেসের বিশ্বাস, তাঁর বিরুদ্ধে থাকা সব ফৌজদারি অভিযোগ একসময় খারিজ হয়ে যাবে।

এদিকে মোরালেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এমএএস পার্টির প্রার্থী লুইজ আরসে। তাঁর কাছে বিবিসি জানতে চেয়েছিল, তিনি মোরালেসের পুতুল হবেন কি না? জবাবে তিনি বলেন, ‘আমি ইভো মোরালেস না।’