এক পায়রার দাম প্রায় সোয়া ১৪ কোটি টাকা

বেলজিয়ামে ২০১৯ সালের এই দিনে নিলামে রেকর্ড সাড়ে ১২ লাখ ইউরোতে (প্রায় সোয়া ১৪ কোটি টাকা) বিক্রি হয় আরমান্ডো নামের একটি পায়রা। এটি সাধারণ কোনো পায়রা নয়, এর বিশেষত্ব হলো, দ্রুত উড়তে পারা।

বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল আরমান্ডো। সচরাচর এমন পায়রা আড়াই হাজার ইউরোর (প্রায় ২ লাখ ৮৪ হাজার টাকা) আশপাশে বিক্রি হয়। কিন্তু অনন্য অর্জন আরমান্ডোর দাম বাড়িয়ে দিয়েছিল।

মহাকাশে প্রথমবারের মতো হাঁটেন লিওনভ

সোভিয়েত নভোচারী অ্যালেক্সি লিওনভ ১৯৬৫ সালের এই দিনে প্রথমবারের মতো মহাকাশে হাঁটেন। ভস্তক-২ মহাকাশযানে এ অভিযানে যান লিওনভ। ইতিহাস সৃষ্টিকারী মানুষটি ২০১৯ সালের ১১ অক্টোবর মারা যান।

আলোচনায় কাগজের তৈরি পোশাক

১৯৬৬ সালের এই দিনে বিখ্যাত টাইম সাময়িকীতে কাগজের পোশাক নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের স্কট পেপার কোম্পানি মাত্র ১ ডলারে এই পোশাক বিক্রি শুরু করে। জনপ্রিয়তাও পায়। পরবর্তী এক বছরে পাঁচ লাখের বেশি বিক্রি হয় পোশাকটি। তবে বেশি দিন এই পোশাক জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি।

দৃষ্টিহীনদের চলাচলের সুবিধায় টাইলস

দৃষ্টিহীন ব্যক্তিদের ফুটপাতে সহজে চলাচল করার সুবিধা দিতে প্রথমবারের মতো বিশেষ টাইলসের ব্যবহার শুরু হয় ১৯৬৭ সালের এই দিনে। সেইচি মিয়াকি নামের এক জাপানি এই টাইলসের নকশা করেন। জাপানের ওকায়ামা শহরে দৃষ্টিহীনদের একটি বিদ্যালয়ের সামনের ফুটপাতে এই টাইলস বসানো হয়।

অস্ট্রেলিয়ার প্রথম নারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীবিষয়ক মন্ত্রী

অস্ট্রেলিয়ার নারী অধিকারকর্মী মার্গারেট টুকার। ১৯০৪ সালের এই দিনে মার্গারেট জন্মগ্রহণ করেন। তিনি প্রথম অস্ট্রেলীয় নারী হিসেবে দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীবিষয়ক মন্ত্রণালয় এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের উন্নয়ন বোর্ডে কাজ করেন। তিনি ১৯৯৬ সালের ২৩ আগস্ট মারা যান।