হাসপাতালে পোপ ফ্রান্সিস

৮৬ বছর বয়সী পোপ কয়েক দিন ধরে শ্বাস নিতে কষ্ট হওয়ার কথা বলছিলেন
ছবি: এএফপি

ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁকে কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। গতকাল বুধবার ভ্যাটিকানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৮৬ বছর বয়সী পোপ কয়েক দিন ধরে শ্বাস নিতে কষ্ট হওয়ার কথা বলছিলেন। তবে স্বাস্থ্য পরীক্ষায় তাঁর কোভিড-১৯ শনাক্ত হয়নি।

গতকাল সকালে পোপ ভ্যাটিকানে সাপ্তাহিক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তখন শারীরিকভাবে তাঁকে সুস্থ দেখাচ্ছিল। তবে হঠাৎই অসুস্থ বোধ করলে পরীক্ষা-নিরীক্ষার জন্য পোপকে হাসপাতালে নেওয়া হয়। এর কয়েক ঘণ্টার মাথায় ভ্যাটিকান থেকে বিবৃতিটি দেওয়া হয়েছে।

শুরুতে ভ্যাটিকান থেকে বলা হয়েছিল, পোপের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল। তবে ইতালির একটি সংবাদমাধ্যম এ নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা বলেছে, গতকাল দুপুরে পোপের সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকার হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

পোপ ফ্রান্সিস ডাইভার্টিকুলাইটিসে ভুগছেন। এ ধরনের ক্ষেত্রে মানুষের অন্ত্র আক্রান্ত হয় কিংবা প্রদাহ হয়। ২০২১ সালে অন্ত্রের অংশবিশেষ অপসারণ করতে গেমেলি হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার হয়। গত জানুয়ারিতে পোপ আবারও অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর ওজন বেড়ে গিয়েছিল। তবে তা নিয়ে পোপ খুব একটা উদ্বিগ্ন ছিলেন না।

পোপের হাঁটুতেও সমস্যা আছে। তাঁকে কখনো লাঠিতে ভর দিয়ে আবার কখনো হুইলচেয়ারে করে জনসম্মুখে আসতে দেখা যায়।
চলতি বছর পোপ বলেছেন, শারীরিকভাবে গুরুতর অসুস্থ না হয়ে পড়লে বা একেবারে অক্ষম না হয়ে পড়লে তাঁর শিগগিরই পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই।