পরিবার থেকে দূরে থাকতে অফিসে যেতে পছন্দ করেন পুরুষেরা

অফিসকর্মীদের একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রানওয়ে ইস্ট
ফাইল ছবি: রয়টার্স

পরিবার থেকে দূরে থাকতে অফিসে কাজ করাকেই বেশি পছন্দ করেন পুরুষেরা। নারীদের চেয়ে পুরুষদের মধ্যে এ প্রবণতা দ্বিগুণ বেশি। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রানওয়ে ইস্টের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের এক জায়গায় বসে কাজ করার সুযোগ করে দেয় রানওয়ে ইস্ট। জরিপে উঠে এসেছে, বন্ধু বানানো ও মানুষের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে অফিসে যাওয়ার প্রবণতা নারীদের চেয়ে পুরুষের দ্বিগুণ বেশি।

রানওয়ে ইস্টের জরিপে অন্য কিছু গবেষণার মতো একই সুরে কথা বলা হয়েছে। যেমন গত জুনে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো। তাতে বলা হয়, মহামারির পর নারীদের চেয়ে বেশিসংখ্যক পুরুষ অফিসে ফিরেছেন। আর নারীরা বাসার কাজেই সময় কাটানোয় জোর দিয়েছেন।

মহামারির কারণে অফিসের কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও বদলেছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় আরও জানা গেছে, আগের বছরের তুলনায় গত বছরে বাড়ি থেকে অফিসের সব বা অনেক কাজ শেষ করেছেন তিন ভাগের এক ভাগ কর্মী। ২০১৯ সালের তুলনায় এটি ১০ শতাংশ বেশি।

এদিকে ২০২১ সালে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের এক গবেষণা অনুযায়ী, বাসা থেকে অফিস করলে কাজ শেষ করার জন্য বেশি সময় পান এবং মনোযোগ বেশি পান বলে জানানোর প্রবণতা নারীদের মধ্যে বেশি।