উন্নয়নশীল দেশে টিকার ফর্মুলা দিতে রাজি নন গেটস

বিল গেটস
ফাইল ছবি

উন্নয়নশীল দেশগুলোতে টিকার ফর্মুলা দিতে রাজি নন বিল গেটস। টিকা তৈরির জন্য উন্নয়নশীল দেশগুলোকে ফর্মুলা দিতে মেধাস্বত্ব সম্পত্তি আইন পরিবর্তনের বিষয়টিও খুব বেশি কাজে আসবে না বলে মনে করেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিল গেটসের এ মন্তব্যে সমালোচনার ঝড় বইছে।

স্কাই নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিল গেটসকে উন্নয়নশীল দেশগুলোকে টিকা দিয়ে মেধাস্বত্ব আইন পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়। এর ব্যাখ্যায় বিল গেটস বলেন, ‘বিশ্বে অনেক টিকা কারখানা আছে। মানুষ টিকার নিরাপত্তার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আগে কখনো তৈরি করা যায়নি এমন টিকা স্থানান্তরের বিষয়টি অভূতপূর্ব। কারণ, তা কেবল আমাদের অনুদান এবং দক্ষতার কারণেই ঘটতে পারে। কিন্তু এ ক্ষেত্রে যা আমাদের আটকে দিচ্ছে তা মেধাস্বত্ব সম্পদ। এর অর্থ এই নয় যে কোনো টিকা কারখানা অলস বসে আছে, যারা নিয়ন্ত্রকদের অনুমতি নিয়ে জাদুবলে নিরাপদ টিকা তৈরি করে ফেলবে। টিকা তৈরি করতে হলে এসব বিষয় পরীক্ষা করতে হবে। প্রতিটি পরীক্ষা পদ্ধতিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে।’

বিজনেস ইনসাইডার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিল গেটস বলেছেন, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের মতো প্রতিষ্ঠান টিকার ফর্মুলা শেয়ারের ঘটনা ইতিমধ্যে ঘটিয়েছে।

বিল গেটস বলেন, ধনী দেশগুলো নিজেদের জন্য টিকাকে অগ্রাধিকার দিয়েছে, তা দেখে তাঁর আশ্চর্য লাগেনি। তাঁর ভাষ্য, ‘আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩০ বছর বয়সীদেরও টিকা দিচ্ছি। কিন্তু ব্রাজিল ও দক্ষিণ আমেরিকায় ৬০ বছর বয়সী সবাইকে টিকা দিতে পারিনি, যা যৌক্তিক নয়।’