এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণা বন্ধে আটলান্টায় প্রতিবাদ

প্রতিবাদ সমাবেশে নানা কমিউনিটির মানুষ অংশ নেন

এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণা বন্ধে জর্জিয়ার আটলান্টায় স্টেট ক্যাপিটাল ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বেলা একটার দিকে আটলান্টায় স্টেট ক্যাপিটাল ভবনের সামনে ‘আমরা ভাইরাস নই’ ও ‘স্টপ এশিয়ান হেইট’ লেখা পোস্টার উঁচিয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আটলান্টায় এশীয়-আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে দেখা করার পর এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো।

গত সপ্তাহে জর্জিয়ার তিনটি পারলারে এক বন্দুকধারীর হামলায় আটজন এশীয়-আমেরিকান নিহত হন। এঁদের মধ্যে ছয়জনই নারী।

এই হামলার কয়েক ঘণ্টা পরে ১৬ মার্চ রাতে দক্ষিণ জর্জিয়ার আইন প্রয়োগকারী সংস্থা রবার্ট অ্যারন লং নামের ২১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তরুণকে গ্রেপ্তার করেছে।