কমলা বললেন, ট্রাম্পকে নিয়ে বিশ্বনেতারা হাসাহাসি করেন; ট্রাম্পের জবাব, কমলা ‘বাজে’ ভাইস প্রেসিডেন্ট

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মঙ্গলবার সরাসরি বিতর্ক হয়ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্কে কথার লড়াই দেখল বিশ্ববাসী। বিতর্কে কমলাকে মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে বাজে’ ভাইস প্রেসিডেন্ট বললেন ট্রাম্প। আর কমলা বলেছেন, ট্রাম্পকে নিয়ে বিশ্বনেতারা হাসাহাসি করেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন হাত মেলান। এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক।

বিতর্কের একপর্যায়ে কমলা অভিযোগ করেন, ট্রাম্প খুব সহজেই বিশ্বের সবচেয়ে খারাপ নেতাদের দিয়ে প্রভাবিত হন। আর তাঁকে (ট্রাম্প) নিয়ে বিশ্বনেতারা হাসাহাসি করেন।

আরও পড়ুন

এ বিষয়ে ট্রাম্পের উদ্দেশে কমলা বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বজুড়ে ভ্রমণ করেছি। দেখেছি, বিশ্বনেতারা তাঁকে নিয়ে হাসাহাসি করছেন। আমি সামরিক নেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কেউ কেউ ট্রাম্পের সঙ্গেও কাজ করেছেন। তাঁরা বলেন যে ট্রাম্প অসম্মানজনক।’

কমলাকেও কড়া জবাব দিতে ছাড়েননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের শেষ পর্যায়ে এসে ট্রাম্প বলেন, জো বাইডেন ও কমলা হ্যারিস হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে বাজে’ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট।

আরও পড়ুন
আরও পড়ুন