খলিল বিরিয়ানির পরিসর বাড়ল

রেস্টুরেন্টের সামনে সিইও মো. খলিলুর রহমান

নিউইয়র্কে খলিল বিরিয়ানি রেস্টুরেন্ট আরও বৃহৎ পরিসরে উদ্বোধন করা হয়েছে।

১৩ জানুয়ারি ব্রঙ্কসের জনপ্রিয় খলিল বিরিয়ানির উদ্বোধন করেন এই রেস্টুরেন্টের সিইও মো. খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এম ইসলাম মামুন, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

খলিলুর রহমান আমেরিকার মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেফ বিষয়ে পড়াশোনা শেষ করে এখন নিজেই কয়েকটি রেস্টুরেন্টের মালিক হয়েছেন।

খলিলুর রহমান আমেরিকায় আসার আগে ব্যাংক কর্মকর্তা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর করা খলিলুর বর্তমানে ব্রঙ্কসের খলিল বিরিয়ানি, খলিল চায়নিজ ও খলিল গ্রোসারির স্বত্বাধিকারী।

শুরুতে খলিলুর রহমান নিউইয়র্কের বিভিন্ন রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেন। বেশ কয়েক বছর এ পেশায় নিয়োজিত থেকে অভিজ্ঞতা অর্জন করেন। পরে শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা। নিজের নামেই রেসিপি তৈরি করেন। রেস্টুরেন্টের নামকরণ করেন খলিল বিরিয়ানি। মানুষের আগ্রহ ও ভালোবাসায় গড়ে তোলেন খলিল চায়নিজ। খলিল বিরিয়ানিতে হরেক রকমের মিষ্টান্নও পাওয়া যায়। দোকানের নাম খলিল বিরিয়ানি হলেও এখানে দেশি মাছ, মাংস, সবজি, সমুচা, শিঙারা ও কাবাবসহ সব ধরনের খাবার বিক্রি করা হয়।