জনপ্রিয় নামের তালিকায় 'মোহাম্মদ' শীর্ষ দশে

আমেরিকায় প্রথমবারের মতো শীর্ষ ১০ জনপ্রিয় নামের তালিকায় উঠে এসেছে ‘মোহাম্মদ’। এ দেশে এই নামে ছেলেদের নাম রাখার প্রবণতা আগের তুলনায় বেশ বড়েছে। ফলে গত বছর থেকে চলতি বছরে নামটি চার পয়েন্ট এগিয়েছে।
প্যারেন্টিং ওয়েবসাইট বেবি সেন্টারের তথ্য অনুসারে, মোহাম্মদ নামটি বিগত কয়েক বছর ধরে বেবি সেন্টার র‌্যাঙ্কিংয়ে সামনের দিকে এগিয়ে আসছে। এবার ‘মোহাম্মদ’ নামটি এবার জনপ্রিয় নামের তালিকায় শীর্ষ দশে রয়েছে।
এর আগে ‘জ্যাকসন’ নামটি তালিকার শীর্ষে ছিল টানা ছয় বছর। বর্তমানে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম ‘লিয়াম’। নামটি ছেলেদের মধ্যে এক দশককে মধ্যে শীর্ষ পছন্দের নাম হিসেবেই চিহ্নিত করা হয়েছে। মেয়েদের মধ্যে সোফিয়া নামটি এক নম্বরে রয়ে গেছে।
বেবি সেন্টার জানিয়েছে, প্রায় ছয় লাখ বাবা–মায়ের ওপর জরিপ চালিয়ে তারা এমন তথ্য পেয়েছে। এসব বাবা–মা ২০১৯ সালে তাদের সন্তানের নামটি এই সংস্থার সঙ্গে শেয়ার করেছেন।
বেবি সেন্টারের তথ্য অনুসারে, আরবি ভাষায় নামকরণ ছেলেদের মধ্যে বাড়ছে। এর মধ্যে ‘মোহাম্মদ’ এখন শীর্ষ দশে অবস্থান করছে। মেয়েদের নামের মধ্যে আলিয়া সেরা দশে স্থান পেয়েছে।