জর্জিয়ায় করোনার টিকাদান কর্মসূচি শুরু

জর্জিয়ায় একজন বয়স্ক নাগরিককে করোনার টিকা দেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে ১১ জানুয়ারি থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হলেও অপর্যাপ্ত সরবরাহের কারণে তা এই ধাপে সবার জন্য উন্মুক্ত করা হয়নি।

জর্জিয়া ডিপার্টমেন্ট অব হেলথ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকেরা করোনার টিকা নিতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্যকর্মী যেমন, চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও পুলিশ বিভাগে কর্মরতরা অগ্রাধিকারের ভিত্তিতে করোনার ভ্যাকসিন নিতে পারবেন।

হেলথ ডিপার্টমেন্ট থেকে আরও বলা হয়েছে, টিকা নিতে আগ্রহীদের অবশ্যই কাউন্টি অফিসে অগ্রিম যোগাযোগ করে সময় নির্ধারণ করতে হবে। কোভিড-১৯ এর ভ্যাকসিন সাধারণ ভ্যাকসিনের মতো সহজ নয়। টিকা নেওয়ার পর ওই ব্যক্তিকে চিকিৎসক বা নার্সের পর্যবেক্ষণে কমপক্ষে ১৫ মিনিট থাকতে হবে। টিকা নিতে ইচ্ছুক নাগরিকদের অবশ্যই মাস্ক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।