জেসমিন খান সাহিত্য পুরস্কার পাচ্ছেন পূরবী বসু ও মাহবুব হাসান

পূরবী বসু ও মাহবুব হাসান
পূরবী বসু ও মাহবুব হাসান

জেসমিন খান সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মাহবুব হাসান এবং পূরবী বসু।

পূরবী বসু ৫০ বছর ধরে বাংলা সাহিত্যের এবং বাংলাদেশি প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছেন নীরবে। ইতিপূর্বে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারেও ভূষিত হয়েছেন। জীবন ঘনিষ্ঠ মানবতাবাদী লেখার জন্য পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি।

অপরদিকে কবি মাহবুব হাসান সত্তর দশকের অন্যতম সেরা কবি। গবেষণা করেছেন বাংলা ভাষা সাহিত্য নিয়ে। পেয়েছেন ডক্টরেট ডিগ্রি। মানবতাবাদী সাংবাদিক ও সম্পাদক হিসেবে দেশে এবং বিদেশে তিনি সমান খ্যাতিমান। নিউইয়র্কে বসবাসরত এই প্রবাসী লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

এমন দুজন লেখকের জেসমিন খান সাহিত্য পুরস্কার অর্জন উত্তর আমেরিকার সাহিত্যমোদী লেখক, সাংবাদিক এবং মানবতাবাদীদের জন্য বিশেষ আনন্দের বিষয়।

লেখক জেসমিন খান ছিলেন সমাজসংস্কারক ও শান্তির বার্তাবাহক। বাংলার বিজয় বহর গত বছর থেকে এই পুরস্কারের আয়োজন করে আসছে। রোটারিয়ান এবং সমাজসেবক জেসমিন খান ছিলেন বাংলার বিজয় বহরের এবং লস অ্যাঞ্জেলসের প্রবাসী সুধীজনদের অন্যতম নারী নেত্রী।