জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের ইউক্রেনে পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইউক্রেনে পাঠানোর কথা বিবেচনা করছেন।

গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন বাইডেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পাঠানো হবে কি না, সে বিষয়ে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল।

জবাবে বাইডেন বলেন, ‘আমরা এখন সেই সিদ্ধান্ত নিচ্ছি।’

যুক্তরাষ্ট্রের ঠিক কোন পর্যায়ের কর্মকর্তাদের ইউক্রেনে পাঠানোর কথা বিবেচনা করা হতে পারে, তা উল্লেখ করেননি বাইডেন।

ইউক্রেনে পাঠানো হতে পারে—এমন সম্ভাব্য জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নাম থাকতে পারে।

অবশ্য এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইউক্রেনে পাঠানো হলে তা হবে কিয়েভের প্রতি ওয়াশিংটনের সমর্থনের একটি বড় প্রদর্শনী।

এক প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে বাইডেন ইঙ্গিত দেন, তিনি নিজেও ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করতে পারেন।

বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি ইউক্রেনে যেতে প্রস্তুত কি না, জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ’।

তবে শিগগির বাইডেনের কিয়েভ সফরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত বুধবার ইউক্রেনে নতুন করে ৮০ কোটি ডলার মূল্যের সমরাস্ত্র পাঠানোর ঘোষণা দেন।

ইউক্রেনে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র পাঠাবে, তার মধ্যে হেলিকপ্টার, বিশেষ ড্রোন, সাঁজোয়া যান, কামান ইত্যাদি থাকছে।