টানা ছয়বার এক বাংলাদেশির গাড়ি ভাঙচুর

দুর্বৃত্তরা গাড়িটির গ্লাস ভাঙচুর করে। ছবি: প্রথম আলো

নিউইয়র্কে ছয়বার পার্কিং করা গাড়ি আবারও ভাঙচুরের শিকার হয়েছেন বাংলাদেশি মোহাম্মদ মুনিরুজ্জামান। ৫ জুন রাতের কোনো এক সময়ে কুইন্সের ওজোন পার্কে ১০১ অ্যাভিনিউয়ের ৮০ থেকে ৮১ স্ট্রিটে অভিমুখে রাজিয়া ফ্যাশনের সামনে এই ঘটনা ঘটে। ৬ জুন সকালে তিনি দেখতে পান, তাঁর গাড়ির পাশের ছোট গ্লাসটি ভাঙা।

এ নিয়ে তিনি টানা ছয়বার একই কায়দায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয়রা বলছেন, এটি বিদ্বেষপ্রসূত হামলা।

সম্প্রতি ওজোন পার্কে একই কায়দায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে অহরহ। গত ২৪ এপ্রিল রাতে ১০১ অ্যাভিনিউয়ের ৮২ স্ট্রিট থেকে ৮১ স্ট্রিট অভিমুখে তিন বাংলাদেশির ক্যাবে (টিএলসি গাড়ি) একইভাবে ভাঙচুর করে দুর্বৃত্তরা। সে ঘটনার কোনো সুরাহা হয়নি।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক মুনির বলেন, গত তিন বছরে একই কায়দায় তাঁর গাড়িটি ছয়বার ভাঙচুর করা হলো। এর মধ্যে ৫ জুন রাতের ঘটনাসহ চলতি বছরেই চারবার তিনি গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।

মুনির বলেন, একই ঘটনা বারবার কেন হচ্ছে তা বোঝা যাচ্ছে না। হিংসা-বিদ্বেষ থেকেই এটি হচ্ছে বলে মনে হয়। এটি বন্ধ হওয়া উচিত। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হয়তো পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।