নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর হলেন ব্রায়ান বেঞ্জামিন
নিউইয়র্ক রাজ্য সিনেটর ব্রায়ান বেঞ্জামিনকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যৌন হয়রানির অভিযোগ নিয়ে গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগের পর লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজ্যের খালি হওয়া দ্বিতীয় শীর্ষ পদটিতে দ্রুততার সঙ্গে নিজের পছন্দের লোককে নিয়োগ দিয়েছেন রাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর ক্যাথি হকুল।
গভর্নর ক্যাথি হকুল ২৬ আগস্ট ম্যানহাটনের হারলেমে দাঁড়িয়ে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ব্রায়ান বেঞ্জামিনের নাম ঘোষণা করেন। হারলেম এলাকা থেকে নির্বাচিত রাজ্য সিনেটর কৃষ্ণাঙ্গ ব্রায়ান বেঞ্জামিনকে আগামী দিনের কর্মকাণ্ডের অংশীদার হিসেবে তিনি উল্লেখ করেন।
নাগরিক সংগঠক আল সার্পটন ও হ্যাজেল ডুইকসকে পাশে নিয়ে ব্রায়ান বেঞ্জামিনকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে পরিচয় করিয়ে দেন গভর্নর ক্যাথি হকুল। ধারণা করা হচ্ছে, ২০২২ সালের নির্বাচনে ক্যাথি হকুল গভর্নর পদে প্রার্থী হওয়ার প্রেক্ষাপট তৈরি করছেন। কৃষ্ণাঙ্গদের মধ্যে তরুণ ব্রায়ান বেঞ্জামিন বেশ জনপ্রিয়। রাজ্যের দ্বিতীয় শীর্ষ পদে তাঁর এমন নিয়োগকে ভোটের সমীকরণ হিসেবেই দেখা হচ্ছে।
নিউইয়র্ক রাজ্যের লেফটেন্যান্ট গভর্নরের পদ অনেকটাই আলংকারিক। বিভিন্ন অনুষ্ঠানে ফিতা কাটা ছাড়া কোনো কাজ কর্মে আগে কখনো দেখা যায়নি। লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় ক্যাথি হকুল নিউইয়র্ক রাজ্যের প্রতিটি কাউন্টিতে সফর করেছেন।
নতুন লেফটেন্যান্ট গভর্নর ব্রায়ান বেঞ্জামিন শপথ গ্রহণ করবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নাম ঘোষণার পর ব্রায়ান বলেছেন, হারলেমের ১২৫ স্ট্রিট দিয়ে হেঁটে যাওয়া প্রতিটি শিশু আজ একটি বার্তা পাচ্ছে। লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্রায়ান এ পদবির পূর্বসূরিদের চেয়ে ভিন্ন উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
ব্রায়ান বেঞ্জামিন বলেছেন, তাঁর কাজ হবে নিউইয়র্কে বেড়ে ওঠা গৃহহীন সমস্যা মোকাবিলা করা, রাজ্যের লোকজনের কাছে সাশ্রয় মূল্যের আবাসন অবারিত করাসহ ডেলটা ভাইরাস নিয়ে যে উৎকণ্ঠা তাড়া করছে, তা কার্যকর উপায়ে মোকাবিলা করা। গভর্নর ক্যাথি হকুলের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে রাজ্যের লোকজনের জন্য কাজ করে যাবেন বলে ব্রায়ান ঘোষণা দিয়েছেন।