নিউইয়র্কে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে ট্রাম্পবিরোধীদের সহিংস সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে।
২৫ অক্টোবর জুইশ ফর ট্রাম্প নামের একটি সংগঠনের ব্যানারে ট্রাম্পের পক্ষে শোভাযাত্রা বের করা হয়। নগরীর কোনি আইল্যান্ড এলাকা থেকে একটি গাড়িবহর শোভাযাত্রা নিয়ে নগর প্রদক্ষিণ শুরু করে। শোভাযাত্রাটি টাইমস স্কয়ারের কাছাকাছি আসলে ট্রাম্পবিরোধীদের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পরে শোভাযাত্রাটি ব্রুকলিনের দিকে চলে যায়। টাইমস স্কয়ার ছাড়াও নগরীর আরও অন্তত পাঁচটি এলাকায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।