নিউইয়র্ক পুলিশে প্রথম অক্সিলারি লেফটেন্যান্ট এনায়েত

সৈয়দ এনায়েত আলী

নিউইয়র্ক পুলিশে প্রথম অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-মার্কিন সৈয়দ এনায়েত আলী। ৯ মার্চ তিনি এ পদোন্নতি পেয়েছেন।

সৈয়দ এনায়েত আলী অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন। ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে তিনি পদোন্নতি পেয়েছিলেন।

বাংলাদেশি-মার্কিন সৈয়দ এনায়েত আলী দেশে জাতীয় বক্সিংয়ের সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিণ এশিয়ান গেমসের রানার্সআপ বক্সার ছিলেন। ১৯৮৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারি সার্ভিস। প্রায় ১০০ জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে সাহায্য করার জন্য ভলান্টারি সার্ভিস করছেন। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটির সাহায্যের জন্য এসব বাঙালি অফিসাররা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। এনায়েত আলী বর্তমানে কুইন্স নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসিঙ্কটে কর্মরত রয়েছেন।

সৈয়দ এনায়েত আলী বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।