নিউইয়র্ক রাজ্যের দেশপ্রেম কম

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কেই সবচেয়ে বড় আলোকসজ্জা করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের ফায়ার ওয়ার্ক দেখতে যুক্তরাষ্ট্রের বাইরে থেকেও লোকজনের সমাগম ঘটে। তবে বিস্ময়কর তথ্য হলো, সব রাজ্যের মধ্যে নিউইয়র্ক রাজ্যের ‘দেশপ্রেম’ সবচেয়ে কম। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ঠিক আগে ওয়ালেট হাব নামের এক প্রতিষ্ঠানের জরিপ বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।

১৩টি সূচক ধরে ওয়ালেট হাব দেশপ্রেম নিয়ে এই জরিপ চালিয়েছে। জরিপের সূচকগুলোর মধ্যে রয়েছে—মার্কিন সেনাবাহিনীতে রাজ্য অনুযায়ী অন্তর্ভুক্তির সংখ্যা, সাবেক সৈনিকদের বসবাস, মার্কিন সেনা বিভাগে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়ার হার, নির্বাচনে ভোট প্রদানের হার।

এসব সূচকের গড় হিসেবে নিউইয়র্ক রাজ্য যুক্তরাষ্ট্রের ৫০তম স্থানে অবস্থান করছে। নিউইয়র্কে জন অনুপাতে সাবেক সৈনিকদের বসবাস সবচেয়ে কম। এ সূচকে কাছাকাছি অবস্থান পাশের রাজ্য নিউজার্সির। মার্কিন সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক যোগ দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্কের অবস্থান ৪৭তম।

ভোট প্রদানের ক্ষেত্রে নিউজার্সির অবস্থান বেশ শীর্ষে। ২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সব রাজ্যের প্রাপ্ত বয়স্কদের মধ্যে নিউজার্সির ভোটারই বেশি ভোট দিয়েছেন।

ওয়ালেট হাবের জরিপ বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দেশপ্রেম সবচেয়ে বেশি মনটানা রাজ্যের। এরপরেই আলাস্কা ও মেরিল্যান্ডের অবস্থান। আর নিচের দিক থেকে নিউইয়র্কের পরই নিউজার্সি ও ফ্লোরিডা রাজ্যের অবস্থান বলে জরিপে দেখানো হয়েছে।