বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক গভর্নরকে সংবর্ধনা

নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রফিক উদ্দিন ভূঁইয়াকে সম্মানসূচক ক্রেস্ট দেওয়া হচ্ছে
নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রফিক উদ্দিন ভূঁইয়াকে সম্মানসূচক ক্রেস্ট দেওয়া হচ্ছে

আমেরিকা সফররত বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর রফিক উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছেন নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। ৬ আগস্ট জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় সংবর্ধনা ও ডিনার পার্টিতে টেলিফোনে মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আসেফ বারী।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. মতিউর রহমান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্লাব সেক্রেটারি লায়ন এ কে এম এ রশিদ, ট্রেজারার লায়ন মো. সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন) লায়ন জে এফ এম রাসেল, ডিরেক্টর লায়ন মোহাম্মদ আলী, ডিরেক্টর লায়ন মো. হেলাল উদ্দীন ও ক্লাব মেম্বার লায়ন আহসানুল হক, ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর সাবেক গভর্নর এবং লায়ন্স ক্লাব ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর প্রেসিডেন্ট লায়ন মাইক ভূঁইয়া।
সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব বাংলাদেশ নারায়ণগঞ্জ ভূঁইয়ার ফাউন্ডিং প্রেসিডেন্ট লায়ন শাহনাজ রফিক ও ক্লাব মেম্বার লায়ন ফারহা ভূঁইয়া, নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব মেম্বার লায়ন রুহুল আমিন, লায়ন আবুল কাশেম, লায়ন পারভীন জামাল, লায়ন শাহীন খান, তারেক মারুফ, মো. আসাদুজ্জামান, ফারহানা আমান নূপুর, মোহাম্মদ আমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার।
প্রধান অতিথি এবং বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর রফিক উদ্দিন ভূঁইয়া ও লায়ন শাহনাজ রফিককে ফুল দিয়ে বরণ করে নেন নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের লায়ন পারভীন জামাল ও লায়ন শাহীন খান।
নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রফিক উদ্দিন ভূঁইয়াকে একটি ক্রেস্ট দেওয়া হয়।
সম্মান জানানোয় লায়ন রফিক উদ্দিন ভূইয়াঁ নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫-এ ২ এর সঙ্গে নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এক হয়ে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।