মার্কিন মুল্লুকে প্রথম আলোর যাত্রার প্রস্তুতি সম্পন্ন

বাংলা ভাষাভাষী পাঠকদের প্রিয় পত্রিকা প্রথম আলোর যাত্রা শুরু হচ্ছে উত্তর আমেরিকায়। ২৬ মার্চ রোববার আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হবে। এদিন বিকেল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু উপলক্ষে নিউইয়র্কের ইয়র্ক কলেজে অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপ অ্যান্ড মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমান প্রধান অতিথি থেকে প্রথম আলো উত্তর আমেরিকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ সময় যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলো উত্তর আমেরিকার বিপণন, মুদ্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নর্দার্ন লাইটস মিডিয়ার সিইও সাইফুল সিদ্দিকসহ প্রথম আলো উত্তর আমেরিকা টিমের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সেলিম চৌধুরী ও ফুয়াদ আল মুক্তাদির সংগীত পরিবেশন করবেন। থাকবে বিপা এবং সৃষ্টি নৃত্য পরিবেশনা। অনুষ্ঠান উপলক্ষে নর্দার্ন লাইটস মিডিয়ার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপস্থিত সৌভাগ্যবান একজন দর্শক পাবেন নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট। থাকবে আরও অনেক পুরস্কার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রথম আলো উত্তর আমেরিকা পক্ষ থেকে উপহার দেওয়া হবে। অনুষ্ঠান থাকছে সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানকে ঘিরে নিউইয়র্কে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ থেকে ট্রান্সকম গ্রুপ এবং মিডিয়া স্টারের চেয়ারম্যান লতিফুর রহমান ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ইতিমধ্যে নিউইয়র্ক পৌঁছেছেন। সংগীতশিল্পীসহ সংশ্লিষ্টরা আজ শনিবারের মধ্যে নিউইয়র্কে অবস্থান করবেন। প্রথম আলোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অন্য রাজ্য থেকেও আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেছেন। অনুষ্ঠান সফল করতে প্রস্তুতির শেষ নেই।
প্রথম আলো উত্তর আমেরিকা ও নর্দার্ন লাইটসের সিইও সাইফুল সিদ্দিক বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রথম আলোর নর্থ আমেরিকার যাত্রা শুরুর একটি ঐতিহাসিক ঘটনা, আমরা সেই দিনের অনুষ্ঠানকেও ঐতিহাসিক করতে চাই।’ এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, অনুষ্ঠানের দিন প্রথম আলো উত্তর আমেরিকার গ্রাহক হলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। গ্রাহকদের মেইলে পাঠানো হবে প্রথম আলো উত্তর আমেরিকা সংখ্যা।
প্রথম আলো উত্তর আমেরিকার ইব্রাহীম চৌধুরী বলেন, ‘রোববার হবে আমার জীবনের একটি ঐতিহাসিক দিন। এদিন উত্তর আমেরিকার পাঠকের জন্য প্রথম আলোর দুয়ার খুলে যাবে। পাঠকেরা একটি ঝকঝকে পত্রিকা হাতে পাবেন। আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছিলাম দীর্ঘ সময় থেকে।’
প্রথম আলো উত্তর আমেরিকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামের যাত্রা শুরু অনুষ্ঠানের সমন্বয়কারী নিম্মি নাহার বলেন, ‘২৬ মার্চ ইয়র্ক কলেজ অডিটোরিয়ামের আলো ঝলমলে প্রথম আলোর যাত্রা শুরু অনুষ্ঠান হবে উত্তেজনা এবং আনন্দে ভরা। অনুষ্ঠান সফলভাবে শেষ করতে প্রায় প্রতিদিনই চলছে মহড়া। সাউন্ড গিয়ার, সারগামসহ সংশ্লিষ্টদের নিয়ে চলছে ধারাবাহিক বৈঠক। শিল্পীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’
প্রথম আলোর শাহাব সাগর বলেন, প্রথম আলো ইতিমধ্যে বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। উত্তর আমেরিকায়ও শ্রেষ্ঠত্ব অর্জনে আমাদের প্রাণান্ত চেষ্টা থাকবে।
বিজ্ঞাপণ ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, ‘প্রথম আলোর যাত্রা শুরু অনুষ্ঠানে কমিউনিটির যে সাড়া আমরা পেয়েছি, তাতে অভিভূত। প্রথম আলো সোমবার থেকে নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত এলাকাগুলোর গ্রোসারি ও সুপার মার্কেটে পাওয়া যাবে। পত্রিকার মূল্য রাখা হয়েছে এক ডলার। উদ্বোধনী সংখ্যা পাঠকেরা সোমবার হাতে পেলেও পরবর্তী সংখ্যা প্রতি শুক্রবার প্রকাশিত হবে।’