মিশিগানে ন্যাশনাল গার্ড মোতায়েন

মিশিগানের ল্যান্সিংয়ে ক্যাপিটল ভবনের সামনে ১৬ জানুয়ারি রাজ্য পুলিশের টহল। মিশিগান রাজ্য পুলিশ, ন্যাশনাল গার্ড ও অন্যান্য জননিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সুরক্ষা প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে সশস্ত্র হামলার আশঙ্কায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ২০ জানুয়ারি অভিষেক অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। গভর্নররাও তাঁদের রাজধানী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এ কারণে মিশিগানের ল্যান্সিংয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার। গভর্নরের কমিউনিকেশন ডিরেক্টর টিফনি ব্রাউন ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গভর্নর গ্রিচেন হুইটমার বলেছেন, ‘আমাদের কাজ হলো আমেরিকান জনগণকে রক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমর্থন করা।’

যারা সরকার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, পুলিশ তাদের কোনো সুযোগ দেবে না। কেউ যদি রাজধানীতে নেমে শান্তিপূর্ণ অবস্থান নেয়, তবে আমরা তাদের নিরাপদে রাখার চেষ্টা করব। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি
ড্যারিল গ্রিন, ল্যান্সিংয়ের পুলিশ প্রধান

মিশিগান রাজ্য পুলিশ, ন্যাশনাল গার্ড ও অন্যান্য জননিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সুরক্ষা প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। রাজ্যের পুলিশ কর্নেল জোসেফ গ্যাস্পার বলেন, তাঁরা সতর্কতার সঙ্গে ইতিমধ্যে ক্যাপিটল ও এর আশপাশে সদস্য সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহ এই নিরাপত্তাব্যবস্থা চালু থাকবে। আরও অনেক গোপন পদক্ষেপ রয়েছে, সেসব রাজ্য পুলিশ ও ন্যাশনাল গার্ড গ্রহণ করেছে।

ল্যান্সিংয়ের পুলিশ প্রধান ড্যারিল গ্রিন এ বিষয়ে বলেন, ‘যারা সরকার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, পুলিশ তাদের কোনো সুযোগ দেবে না। কেউ যদি রাজধানীতে নেমে শান্তিপূর্ণ অবস্থান নেয়, তবে আমরা তাদের নিরাপদে রাখার চেষ্টা করব। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।’