মুক্তধারার আড্ডায় জাহিদ রেজা নূর

নিউইয়র্কে ২৮ জানুয়ারি সন্ধ্যায় মুক্তধারার রবি সন্ধ্যা আড্ডায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক জাহিদ রেজা নূর। আড্ডায় সবাইকে স্বাগত জানান মুক্তধারা নিউইয়র্কের মালিক বিশ্বজিত সাহা। আড্ডায় সবার সঙ্গে দুই অতিথির পরিচয় করিয়ে দেন লেখক আদনান সৈয়দ।
সতেরো বছরের তরুণ হায়দার খান প্রবন্ধ লিখে নির্বাচিত হয়ে ১৯৭০ সালের শেষের দিকে নিউইয়র্কে আসেন। পাকিস্তানি হানাদারেরা বাংলাদেশের নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ শুরু করায় আর দেশে ফিরে যেতে পারেননি তিনি। প্রথমে প্রত্যক্ষদর্শী হিসেবে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের কনসার্টের অভিজ্ঞতা বর্ণনা করেন অধ্যাপক হায়দার আলী খান। পরে শহীদ সিরাজুদ্দীন হোসেনের জীবন ও কর্ম সম্পর্কে বলেন জাহিদ রেজা নূর।
আড্ডায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আবেদীন কাদের, ফাহিম রেজা নূর, সোনিয়া কাদের, জাকিয়া ফাহিম, রানু ফেরদৌস, রওশন জামিল, শামস আল মমীন, আহমাদ মাযহার, নসরত শাহ, স্বপ্নকুমার, শাহীদ রেজা নূর, এজাজ আলম, জুলি রহমান, শৈবাল আহমেদ, মাকসুদা আহমেদ ও চান্দা বিনতে সুলতান ও মকসুদা আহমেদ।