মেক্সিকোয় নিখোঁজ ব্যক্তির সংখ্যা লাখের বেশি

নিখোঁজ ব্যক্তিদের খোঁজ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেন তাঁদের পরিবারের সদস্যরা
ছবি: এএফপি

সংঘাতকবলিত মেক্সিকোয় নিখোঁজ মানুষের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গতকাল সোমবার সরকারি তথ্যে এমন তথ্য উঠে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

মেক্সিকোর ন্যাশনাল রেজিস্ট্রিটি অব মিসিং পারসনস সোমবার জানায়, ১ লাখ ১২ জন মানুষ কোথায়, কীভাবে রয়েছে, তা এখনো অজানা। নিখোঁজ ব্যক্তিদের ৭৫ শতাংশই পুরুষ। মেক্সিকোয় ১৬ বছর ধরে মাদকসংক্রান্ত সংঘাত বেড়েই চলছে। সঙ্গে বেড়েছে নিখোঁজ মানুষের সংখ্যা।

মুভমেন্ট ফর আওয়ার ডিসয়্যাপিয়ারেন্স নামের মানবাধিকার সংগঠন বলেছে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা সরকারের নৈতিক দায়িত্ব। এই রকম ঘটনার উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, সংকট মোকাবিলায় কার্যকরী ও দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে।

গত এপ্রিলে জাতিসংঘের একটি কমিটি মেক্সিকোয় গুমের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। অপরাধ গোষ্ঠীগুলো এই নিখোঁজের ঘটনার সঙ্গে জড়িত।