রংপুর জেলা সমিতির বর্ণাঢ্য বর্ষবরণ

পয়লা বৈশাখের অনুষ্ঠানে রঙিন পোশাকে রংপুর জেলা সমিতির সদস্যরা
পয়লা বৈশাখের অনুষ্ঠানে রঙিন পোশাকে রংপুর জেলা সমিতির সদস্যরা

রংপুর জেলা সমিতি ইন্‌ক ইউএসএ বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল জ্যাকসন হাইটসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর একটায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। পয়লা বৈশাখ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বাকী বিল্লাহ শিপনের বক্তব্যের পর একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেজবানুর রহমান নিক্সন, ফরিদ আহমেদ লাভলু, মোকাররম হোসেন, আবদুস সালাম, নূরে আলম সিদ্দিকী, মনিরুল ইসলাম তুহিন, ইসলাম মিন্টু, মোজহারুল ইসলাম খোকন, সাইফুন নাহার সুইটি, মুনমুন হাসিনা বারী।
শুভেচ্ছা বক্তব্যের পরে মেধাবী ছাত্র-ছাত্রীদের ট্রফি প্রদান করেন সংগঠনের সভাপতি আসেফ বারী, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, সাবেক সভাপতি ও অতিথিরা। এবারে যারা ট্রফি পেয়েছেন তাঁরা হলেন রায়হানা রাখি (টাউনসেন্ট হ্যারিস স্কুল), আদিবা তাবাচ্ছুম (ব্রঙ্কস সায়েন্স), ফারহান রহমান (কুইন্স সায়েন্স), ফারদিন জাওয়াদ (এনওয়াইইউ), মালিহা তাবাচ্ছুম (বে সাইড হাইস্কুল), জেসিকা অনন্যা ইসলাম (ইংরেজি গ্র্যাজুয়েট), আদিব রাইনাহ (গিফটেড অ্যান্ড টে.), মুহিব আলমাস (গিফটেড অ্যান্ড টে.), জোয়াইরা (গিফটেড অ্যান্ড টে.) এবং সাবা বারী।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রতি বছরের মতো রংপুর জেলা সমিতি বেগম রোকেয়া স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করে। এবারে যারা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন—ব্যবসায়ী ও সমাজসেবক এ আর এম রাকিব উদ্দিন টিপু, সংগঠক ও ব্যবসায়ী প্রিন্স রায়হান, বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে মো. জামাল উদ্দিন, কবি ও লেখক আবু রায়হান, সমাজসেবক সুফি জাকির হোসেন, শ্রেষ্ঠ মা মারুফা বেগম ময়না, সফল নারী মুনমুন হাসিনা, সফল বাবা ও ব্যাংকার মো. হুমায়ুন কবির চৌধুরী, সচেতন নাগরিক ও সমাজসেবক আওরান রহমান, ধৈর্যশীল ও সফল বাবা আনোয়ারুল ইসলাম আনু, সফল মা উন্নত ব্যক্তিত্ব হিসেবে আলেয়া রহমান।

বর্ষবরণ অনুষ্ঠানে রংপুর জেলা সমিতির সদস্যরা
বর্ষবরণ অনুষ্ঠানে রংপুর জেলা সমিতির সদস্যরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ টি এম আবদুস সালাম, মো. হুমায়ুন কবির চৌধুরী, দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আবু রায়হান, জাদু পরিবেশন করেন বাকী বিল্লাহ শিপন ও সহযোগী সামী, সংগীত পরিবেশন করেন ডেইজি, শম্পা, রিপন ও সোমা।
অনুষ্ঠানে সবার পরনে একই রঙের পাঞ্জাবি দেখে গোটা জ্যাকসন হাইটস সবার দৃষ্টি আকর্ষণ করে। মুনমুন হাছিনা বারী ও সাধারণ সম্পাদক মো. আবদুল মোতালেবের সাবলীল সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি উপভোগ্য ও প্রশংসনীয় ছিল।
রংপুর জেলা সমিতির সভাপতি আসেফ বারী টুটুল আগামী ৭ জুলাই বনভোজনের আমন্ত্রণ জানিয়ে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।