স্বপ্নচারী জাকির আহমদ

জাকির আহমদ
জাকির আহমদ

দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। নিউইয়র্কে দীর্ঘ ৩০ বছর কাটিয়ে পাড়ি দিয়েছেন স্বদেশিদের আরেক কোলাহলের নগরী মিশিগানে। সপরিবারে স্থায়ীভাবে বসবাসের জন্য এসেছেন মিশিগানে। বুড়ো মা-বাবার টানে স্বপ্নের নিউইয়র্ক ফেলে আসা কঠোর পরিশ্রমী ও স্বপ্নচারী এই মানুষটির নাম জাকির আহমদ।
লেখালেখির সঙ্গে যুক্ত জাকির আহমদ ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা তিনবার যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে নিউইয়র্কে বাঙালির বসবাস তেমন একটা ছিল না। সেখান থেকেই বাংলাদেশিদের সঙ্গে যোগসূত্র এবং দেশের উন্নয়নে কাজ শুরু করেন জাকির।
জাকির আহমদ এই প্রবাসে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। পালন করেছেন নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমি নিউইয়র্কের সাহিত্য সম্পাদকের দায়িত্বে। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাহিত্য সম্পাদক হিসেবে। দীর্ঘ আট বছর ধরে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে জাকির আহমদ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এত সব সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত করছেন লেখালেখিও। অর্ধশতাধিক কবিতা লিখেছেন, যার ৩০টিই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশ করছেন ‘বাতায়ন’ নামে একটি সাহিত্য পত্রিকাও। তবে এখনো নিজের লেখালেখি নিয়ে সন্তুষ্ট নন। কোন লেখকেরই বা নিজের সৃষ্টিকর্ম নিয়ে সন্তোষ থাকে। জাকির আহমদের ভাষ্যে, ‘এখানেই থেমে যেতে চাই না। আমার আসল স্বপ্ন কিন্তু এখনো পুরো হয়নি।’ কী সেই স্বপ্ন? জাকির আহমদ জানান, একটি সমৃদ্ধ কবিতার বই প্রকাশ করাই তাঁর স্বপ্ন। দ্রুতই এ কাজে মনযোগ দেবেন বলেও আলাপে আলাপে জানালেন।