স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জর্জিয়া স্টেট সিনেটর

অনুষ্ঠানে আবদুল কাদের মিয়াকে ‘বেষ্ট অব দ্য বেষ্ট’ অ্যাওয়ার্ড প্রদান করেন সিনেটর শেখ রহমান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম।

১২ জুন নিউইয়র্কে আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারির সমন্বয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। এতে প্রধান অতিথি ছিলেন জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান।

অনুষ্ঠানে শেখ রহমান বলেন, ‘একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামে ক্ষতবিক্ষত বাংলার জনপদ আজ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে। স্বাধীনতার ৫০ বছর অতিক্রমের এ ধারা অব্যাহত রাখতে দেশ ও প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়াকে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে ‘বেষ্ট অব দ্য বেষ্ট’ অ্যাওয়ার্ড প্রদান করেন সিনেটর শেখ রহমান।

এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে পাস হওয়া প্রক্লেমেশনের অনুলিপি বীর মুক্তিযোদ্ধাদের কাছে দেন স্টেট অ্যাসেম্বলিওমেন জেনিফার রাজকুমারের কমিউনিকেশনস ডিরেক্টর রাজিন্দর কাউর।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। আরও অংশ নেন কণ্ঠশিল্পী শাহ মাহবুব, শেফালি শরগম, সবিতা দাস ও জলি। সেক্টর কমান্ডারস ফোরামের মহিলা বিষয়ক আন্তর্জাতিক সম্পাদক সবিতা দাসের পরিচালনায় জাদু প্রদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—শহীদ পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এমডি ওয়াহাব খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মলিন সাহা, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ফোবানার নির্বাহী চেয়ারম্যান ও ইউএসএ কমিটি ফর সেক্যুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশের সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, দ্য কান্ট্রি টুডের সম্পাদক হেমায়েত হোসেন, বিশ্ব বাংলা টোয়েন্টিফোর টিভির সিইও ও সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান, যুগ্ম সম্পাদক আবদুল কাদের মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাফরউল্লাহ ও মুক্তিযোদ্ধা সন্তান ইউএসএ ইন্‌ক-এর আহ্বায়ক আশরাব আলী খান।