হলিস লাইব্রেরির এবারের আলোচনায় 'আলালের ঘরের দুলাল'
কুইন্স লাইব্রেরির হলিস শাখার বাংলা বুক ক্লাব পাঠকের পাতার এবারে আয়োজনে থাকছে প্যারীচাঁদ মিত্রের উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ নিয়ে আলোচনা। ২৫ মে দুপুর আড়াইটায় এই আলোচনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্যারীচাঁদ মিত্র ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে বইটি প্রকাশ করেছিলেন। সাহিত্য সমালোচকেরা এটিকেই প্রথম সার্থক উপন্যাস বলে বিবেচনা করেন। কুইন্স লাইব্রেরির হলিস শাখাটি ২০২-০৫ হিলসাইড অ্যাভিনিউ, হলিস-১১৪২৩-তে অবস্থিত।
আগ্রহীরা হলিস লাইব্রেরি থেকে পড়ার জন্য বইটি সংগ্রহও করতে পারবেন। আলোচনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।