হাডসন ইয়ার্ডস দর্শনার্থীদের জন্য বন্ধ

হাডসন ইয়ার্ডস

নিউইয়র্ক নগরীর অন্যতম স্থাপনা হাডসন ইয়ার্ডস পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এক বছরের কম সময়ের মধ্যে এ নান্দনিক স্থাপনায় তিনজনের আত্মহত্যার জেরে তা বন্ধের ঘোষণা দেওয়া হলো। স্থাপনাটি আবার কবে খুলে দেওয়া হবে, তা জানানো হয়নি।

নিউইয়র্কে আধুনিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হাডসন ইয়ার্ডস। ম্যানহাটনের পশ্চিম দিকে হাডসন নদীর পাড়ে অবস্থিত এ স্থাপনাটি পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছিল। ১১, ১২ অ্যাভিনিউ ও ৩০ স্ট্রিটের হাডসন ইয়ার্ডস এলাকাটিতে নতুন নতুন ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটেছিল।

সিঁড়ি বেয়ে হাডসন ইয়ার্ডসের চূড়ায় গিয়ে ম্যানহাটন থেকে পুরো নিউইয়র্কের জনারণ্য দেখা যায়। ১১ জানুয়ারি সর্বশেষ একজন এই চূড়া থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এ নিয়ে এক বছরের কম সময়ের মধ্যে এখানে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটল। এ কারণে ১৪ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাডসন ইয়ার্ডস জনসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

গত মাসে ব্রুকলিনের ২৪ বছর বয়সী একজন এবং গত বছর ফেব্রুয়ারিতে নিউজার্সির ১৯ বছর বয়সী এক তরুণ হাডসন ইয়ার্ডস থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।