যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: রয়টার্স

করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া দেশগুলোকে অতিরিক্ত ৫০ কোটি করোনার টিকা–সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কোভিড–১৯–বিষয়ক বিশ্বনেতাদের এক ভার্চ্যুয়াল সম্মেলনে গত বুধবার তিনি এ ঘোষণা দেন।

হোয়াইট হাউস থেকে সম্মেলনে যুক্ত হয়ে বাইডেন বলেন, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ১০০ দেশকে ১৬ কোটি ডোজ করোনার টিকা সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্রে করোনার টিকার প্রতিটি ডোজ সময়মতো দেওয়া হয়েছে। আমরা এখন বাকি বিশ্বে টিকার তিনটি ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

প্রতিশ্রুতি অনুযায়ী নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে ফাইজারের উদ্ভাবিত করোনার টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বয়স্কদের জন্য ফাইজারের বুস্টার ডোজ অনুমোদন

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ দেশের জনসংখ্যার ৭০ শতাংশকে করোনার টিকার আওতায় আনার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বনেতাদের উদ্বুদ্ধ করেছেন বাইডেন।

আরও পড়ুন

ধনী দেশগুলোর মজুতদারিতে যত টিকা নষ্ট হতে পারে

এদিকে বাইডেনের প্রতিশ্রুতির পর ইউরোপের দেশ স্পেন জানিয়েছে, তারা বিশ্বের দেশগুলোকে তিন কোটি করোনার টিকা দেবে। আর জাপানের সহায়তা হিসেবে দেওয়া করোনার টিকার পরিমাণ ছয় কোটিতে উন্নীত করার ঘোষণা দিয়েছে।