স্টর্মিকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে দোষী দেখতে চান কোহেন

ডোনাল্ড ট্রাম্প ও মাইকেল কোহেনফাইল ছবি: রয়টার্স

সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত হতে দেখতে চান তাঁর সাবেক আইনজীবী মাইকেল কোহেন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে সওয়াল-জবাবে অংশ নিয়ে ট্রাম্পের আইনজীবীর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন মামলার তারকা সাক্ষী কোহেন।

গতকাল দ্বিতীয় দিনের মতো সওয়াল-জবাবে অংশ নেন কোহেন। এ সময় ট্রাম্পের আইনজীবীরা কড়া প্রশ্ন করেন। তাঁরা কোহেনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করেন। তবে কোহেন শান্তভাবে সব প্রশ্নের উত্তর দেন।

সওয়াল-জবাব চলাকালে ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন। কোহেন তাঁর সাবেক নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধস্পৃহা লালন করছেন—ট্রাম্পের আইনজীবীরা এমনটা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করলে তিনি (ট্রাম্প) কোনো প্রতিক্রিয়া দেখাননি।

ঘণ্টা দুয়েকের সওয়াল-জবাবের একপর্যায়ে ট্রাম্পের আইনজীবী টড ব্লানচে প্রশ্ন করেন, ‘আপনি (কোহেন) কি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মামলায় দোষী সাব্যস্ত হতে দেখতে চান?’

প্রশ্ন শুনে কোহেন কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর শান্ত কণ্ঠে ছোট্ট করে জবাব দেন, ‘নিশ্চয়ই।’

আরও পড়ুন

এর আগে গত সোমবারের সওয়াল-জবাবে কোহেন দাবি করেন, সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ট্রাম্পের নির্দেশেই পর্ন তারকা স্টর্মিকে ঘুষ দিয়েছেন তিনি। সবকিছুই ট্রাম্প জানতেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ট্রাম্প।

ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে।
ট্রাম্প অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, স্টর্মির সঙ্গে তাঁর কোনো যৌন সম্পর্ক হয়নি।

তবে ট্রাম্প স্বীকার করেছেন, স্টর্মি যা বলে বেড়াচ্ছিলেন, তা থামাতে তাঁর সাবেক আইনজীবী কোহেন স্টর্মিকে অর্থ দিয়েছিলেন।

কর ফাঁকি, প্রতারণা এবং এই ঘুষকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় আর্থিক অনিয়মের অভিযোগে কোহেন কারাগারে ছিলেন। গতকাল দুই ঘণ্টাজুড়ে ট্রাম্পের আইনজীবী ব্লানচে কোহেনকে হেয় করার চেষ্টা করেন। তিনি দেখাতে চান, কোহেন ব্যক্তিগত ঘৃণা এবং খ্যাতির লালসার দ্বারা পরিচালিত।

আরও পড়ুন
আরও পড়ুন