যুক্তরাষ্ট্রে চার লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন

ঘূর্ণিঝড়ের পর সৃষ্ট বন্যা, ভূমিধস ও তুষারঝড়ে ক্যালিফোর্নিয়ার ৫৮টি কাউন্টির মধ্যে ৪০টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের পশ্চিম ও পূর্ব উপকূলীয় এলাকায় সম্প্রতি ঘূর্ণিঝড়ের পর বৃষ্টি, তুষারপাত, বন্যা, ঝোড়ো হাওয়ায় চার লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভূমিধসে ও নদীগুলো প্লাবিত হয়ে বিস্তীর্ণ জনপদে বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৫৮টি কাউন্টির মধ্যে ৪০টি রয়েছে জরুরি অবস্থায়।

নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার ও ম্যাসাচুসেটসে কিছু কিছু অংশে তিন ফুট পর্যন্ত তুষার পড়েছে। বুধবার সকালে ঘূর্ণিঝড় বিদায় নিলেও তার ধ্বংসচিহ্ন রয়ে গেছে। ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয়েছে। বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে সৃষ্টি পরিস্থিতির জন্য শত শত শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং নিউ জার্সির কিছু কিছু কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পশ্চিম উপকূলের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়কগুলোয় পানি জমে থাকায় বাসিন্দাদের চলাচলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরের গণপরিবহন নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৩ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। একাধিক নদী প্লাবিত হয়েছে। সড়কগুলোতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া বইছে। ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে হাওয়ার পূর্বাভাস দিয়ে দেড় কোটি বাসিন্দাকে সতর্ক করা হয়েছে।