ইউক্রেনে রুশ আগ্রাসন: শত শত লক্ষ্যবস্তুর ওপর আজ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়াকে নিশানা করে ইতিমধ্যে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রছবি: রয়টার্স

ইউক্রেনে রুশ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫০০টির বেশি লক্ষ্যবস্তুর ওপর আজ শুক্রবার নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-অর্থমন্ত্রী (ডেপুটি ট্রেজারি সেক্রেটারি) ওয়ালি অ্যাডেইমো।

অ্যাডেইমো বলেছেন, অন্যান্য মিত্র দেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামরিক শিল্প থাকবে। থাকবে তৃতীয় দেশগুলোর বিভিন্ন কোম্পানি। এই কোম্পানিগুলো রাশিয়াকে সুবিধা দেয়।

ইউক্রেনে দুই বছর ধরে চলা যুদ্ধ ও রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে আগেই বলেছিল যুক্তরাষ্ট্র। এই দুই ঘটনায় মস্কোকে শায়েস্তা করতে চায় ওয়াশিংটন।

আরও পড়ুন

মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি বলেছেন, আজ তাঁরা শত শত লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞা জারি করবেন। শুধু যুক্তরাষ্ট্রই এই পদক্ষেপগুলো নিচ্ছে না।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এই হামলার দুই বছর পূর্ণ হচ্ছে আগামীকাল শনিবার। এই হামলার জেরে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মস্কোকে নিশানা করে হাজারো নিষেধাজ্ঞা দিয়েছে।

আরও পড়ুন

রাশিয়ার বিরুদ্ধে গতকাল নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য–ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। এর আগে গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে নিজস্ব নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন দেয়।

আরও পড়ুন