যুক্তরাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টায় অভিযুক্ত এক ব্যক্তিকে দেশটিতে প্রত্যর্পণে সায় দিয়েছেন চেক প্রজাতন্ত্রের সাংবিধানিক আদালত। ভারতের ওই ব্যক্তির নাম নিখিল গুপ্ত। তিনি বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি কারাগারে বন্দী আছেন।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা অভিযোগ এনে বলেন, পান্নুনসহ উত্তর আমেরিকায় অবস্থান করা চারজন বিচ্ছিন্নতাবাদী শিখ নেতাকে হত্যার পরিকল্পনা সাজিয়েছিলেন নিখিল। নিউইয়র্কে পান্নুনকে হত্যায় জন্য এক ব্যক্তিকে এক লাখ ডলারও দিয়েছিলেন। তবে ওই ব্যক্তি আসলে ছিলেন ছদ্মবেশে থাকা একজন মার্কিন গোয়েন্দা।
ওই হত্যাচেষ্টার বিচারের জন্য নিজেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেছিলেন নিখিল। তবে গতকাল বুধবার ওই আবেদন খারিজ করে দেন সাংবিধানিক আদালত। এখন চেক প্রজাতন্ত্রের বিচারবিষয়ক মন্ত্রী এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। নিখিলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
পান্নুন হত্যার জন্য নিখিল গুপ্ত ভারতের এক সরকারি কর্মকর্তার কাছ থেকে নির্দেশনা পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পান্নুনকে সন্ত্রাসী তকমাও দিয়েছে ভারত সরকার। যদিও তিনি সে অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষ্যমতে, ভারতের পাঞ্জাব রাজ্যে আলাদা শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন তিনি।