দূষিত তেলাপিয়া খেয়ে চার হাত-পা হারালেন মার্কিন নারী

তেলাপিয়া মাছ
প্রতীকী ছবি

দূষিত মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নারী তাঁর চার হাত-পা হারিয়েছেন।

ভুক্তভোগী নারীর নাম লরা বারাজাস (৪০)। তাঁর বন্ধুদের ভাষ্য, তিনি ভালো করে রান্না না করে তেলাপিয়া মাছ খেয়েছিলেন। এই মাছ প্রাণঘাতী ব্যাকটেরিয়ায় সংক্রমিত ছিল। পরে ওই মাছ খেয়ে লরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে তাঁর চার হাত-পা কেটে ফেলতে হয়।

বন্ধুদের তথ্যমতে, এক মাস হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবার লরার জীবন রক্ষায় অস্ত্রোপচার করা হয়।

লরার বন্ধু আনা মেসিনা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোভিত্তিক ক্রন টিভি চ্যানেলকে বলেন, এ ঘটনায় তাঁরা সবাই খুবই মর্মাহত। এটা ভয়ানক ঘটনা। এটা যে কারও ক্ষেত্রে ঘটতে পারত।

লরার ছয় বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। তিনি ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি বাজার থেকে এই মাছ কিনেছিলেন বলে জানান বন্ধু মেসিনা। তিনি বলেন, এই মাছ বাড়িতে রান্না করেছিলেন লরা। মাছ খাওয়ার কয়েক দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

মেসিনার ভাষ্য, তেলাপিয়া মাছ খাওয়ার কয়েক দিন পর লরার হাতের আঙুল কালো হয়ে গিয়েছিল। পা কালো হয়েছিল। তাঁর নিচের অংশের ঠোঁট কালো হয়ে গিয়েছিল। তাঁর কিডনি কাজ করছিল না। তিনি প্রায় মরতে বসেছিলেন।

মেসিনা বলেন, তিনি ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়েছিলেন। সম্ভাব্য প্রাণঘাতী এই ব্যাকটেরিয়া সাধারণত কাঁচা সামুদ্রিক খাবার ও সমুদ্রের পানিতে পাওয়া যায়।

মার্কিন সংক্রামক রোগবিশেষজ্ঞ নাতাশা স্পোটিসউড বলেন, এই ব্যাকটেরিয়ায় সংক্রমিত কিছু কোনো ব্যক্তি খেলে তিনিও সংক্রমিত হতে পারেন। আবার এই ব্যাকটেরিয়া যে পানিতে থাকে, সেই পানি শরীরের কাটা জায়গা বা ট্যাটু করা স্থানের সংস্পর্শে এলেও ব্যক্তি সংক্রমিত হতে পারেন।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা আরও বলেন, যাঁদের শরীরের রোগপ্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) দুর্বল, বিশেষ করে তাঁদের জন্য এই ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, প্রতিবছর এই ব্যাকটেরিয়ায় ১৫০ থেকে ২০০ মানুষের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়। সংক্রমিত ব্যক্তিদের প্রতি পাঁচজনের মধ্যে একজন মারা যান।