বাড়ির উঠানে ‘হাঙর’, দেখতে লোকের ভিড়

উঠানে হাঁ করে আছে বরফের তৈরি হাঙরছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে। সেখানে ব্যাপক তুষারপাত হচ্ছে। এরই মধ্যে এক ব্যক্তি বাড়ির আঙিনায় বিশাল হাঙর হাঁ করে বসে আছে। সেই হাঙর দেখতে ভিড় করছেন শিশু-নারী-পুরুষ সবাই। তবে এটি সত্যিকারের কোনো হাঙর নয়। এক ভাস্কর বরফ দিয়ে নিজের আঙিনায় এই ভাস্কর্য বানিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছেন।

ভাস্কর কার্লোস মালদোনাদো নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন ৫ দশমিক ৫ ফুট লম্বা এই হাঙর। কার্লোস আইওয়া সিটির কার্লোস মালদোনাদো আর্টওয়ার্কের মালিক।

কার্লোস আইওয়ার নিউজ নাওকে বলেন, ‘আমি তুষার ভাস্কর্যের খোঁজখবর নিচ্ছিলাম। আমি সত্যি সাদামাটা কিছু করতে চাইনি। আমি অনলাইনে যখন একটি হাঙর দেখলাম, মনে হলো আমি এটি বানাতে পারব।’

এই ভাস্কর বলেন, হাঙরের এই ভাস্কর্য তৈরি করতে তাঁদের সময় লেগেছে সাড়ে ৪ ঘণ্টা। আর আধা ঘণ্টা সময় লেগেছে এটিকে রং করতে।

কার্লোস তাঁর এই ভাস্কর্যের ছবি অনলাইনে পোস্ট করার পর অনেকেই হাঙরের সঙ্গে ছবি তুলতে ছুটে আসেন।

একজন দর্শনার্থী আনাস্তাসিয়া মোরটোন বলেন, ‘আমার বাগ্‌দত্তা ফেসবুকে এই ভাস্কর্যের ছবি দেখার পর আমরা সন্তানদের এই সৃজনশীল কাজ দেখাতে তাদের নিয়ে আসার সিদ্ধান্ত নিই। এটি দেখে তারা বুঝতে পারবে, তুষার দিয়ে তারা কী করতে পারে। আমি করি, এটি আমার সন্তানদের জন্য সুখকর স্মৃতি হয়ে থাকবে।’