বলসোনারোর মার্কিন ভিসা বাতিল করতে বাইডেনের প্রতি আহ্বান

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো
ছবি: রয়টার্স

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর মার্কিন ভিসা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। খবর এএফপির।

গতকাল বৃহস্পতিবার বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা এই আহ্বান জানান। তাঁরা বলেন, ব্রাজিলের নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত কাউকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান।

১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নির্বাচনে জয়ী দেশটির বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। তিনি এই নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ করেন। প্রথা ভেঙে তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন।

একইভাবে গত বছরের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে অনিয়মের ভিত্তিহীন অভিযোগ করেন বলসোনারো। তিনিও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে প্রথা ভাঙেন।

কট্টর ডানপন্থী রাজনীতিক বলসোনারোর শত শত সমর্থক গত রোববার দাঙ্গায় লিপ্ত হন। তাঁরা দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালান।

একইভাবে ট্রাম্পের উগ্র সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে রক্তক্ষয়ী হামলা চালিয়েছিলেন।

এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত বলসোনারোর বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪১ জন সদস্য বাইডেনকে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, যখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা গণতান্ত্রিক রীতিনীতি নষ্ট করেন, ভুল তথ্য ছড়ান, সহিংস চরমপন্থা উসকে দেন, তখন তার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা তাঁরা জানেন।

মার্কিন আইনপ্রণেতারা বলেন, দায়িত্বে থাকাকালে কোনো অপরাধ করলে তার বিচার থেকে বাঁচতে বলসোনারো বা অন্য কোনো সাবেক ব্রাজিলীয় কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে অবশ্যই আশ্রয় দেওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্রে বলসোনারোর এখনকার সফর বৈধ কি না, তা মূল্যায়ন করে দেখার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
যুক্তি হিসেবে মার্কিন আইনপ্রণেতারা বলেন, বলসোনারো সরকারি ব্যক্তির জন্য প্রযোজ্য ভিসায় যুক্তরাষ্ট্র সফরে আসেন। কিন্তু তিনি এখন আর ব্রাজিলের প্রেসিডেন্ট নেই। ফলে আগের ভিসায় এখন যুক্তরাষ্ট্রে তাঁর অবস্থান বৈধ কি না, তা খতিয়ে দেখা দরকার।

ব্রাজিলে ৮ জানুয়ারির সহিংস অপরাধে অর্থায়ন বা সমর্থন করেছেন, ফ্লোরিডায় অবস্থানরত এমন ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার একটি সংবাদ সম্মেলনে এসেছিলেন। এ সময় তাঁর কাছে বলসোনারোর যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, বলসোনারোর বিষয়ে ব্রাজিলের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি যুক্তরাষ্ট্র। তবে কোনো অনুরোধ পেলে তাতে যুক্তরাষ্ট্র দ্রুত সাড়া দেবে।