ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, ওয়াশিংটনকে তেহরান

যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয়, তাহলে তেহরান তাদের সঙ্গে নতুন করে আর কোনো পারমাণবিক আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে বলেন, ‘সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা নয়।’ গত ১৩ জুন ইসরায়েল আকস্মিক হামলা শুরু করলে আলোচনার গতি থেমে যায় এবং ১২ দিনের একটি তুমুল যুদ্ধ শুরু হয়। ওই সময় যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনার জন্য নির্দিষ্ট তারিখ বা স্থান এখনো ঠিক হয়নি। চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা বৈঠক হলেও উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘ইরান সব সময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সমাধানের পথ এখনো খোলা রয়েছে।’

ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।