বিয়ের প্রতিশ্রুতিও লিখছে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রোগ্রাম চ্যাটজিপিটির সক্ষমতা নিয়ে চলছে নানা আলোচনা। এবার বিয়ের প্রতিশ্রুতি লিখে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি এ প্রোগ্রাম।

চ্যাটজিপিটি এই বিয়ের প্রতিশ্রুতি লিখেছে প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের আর্থিক বিশ্লেষক এলিস নুয়েনের জন্য। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের দিনক্ষণ এগিয়ে আসছিল। কিন্তু বিয়ের আগে হবু স্বামীর কাছে পাঠানোর জন্য যে প্রতিশ্রুতি তাঁর লেখার কথা, সেটা লিখতে পারছিলেন না। তখন এক বন্ধু তাঁকে বাতলে দিলেন ভিন্ন এক পথ। পরামর্শ দিলেন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রোগ্রাম চ্যাটজিপিটির সহায়তা চাইতে।

এলিন নুয়েন বলেন, শুরুতে মজা করে চ্যাটজিপিটি দিয়ে নিজের ও হবু স্বামীকে নিয়ে নানা বিষয়ে বার্তা লেখান তিনি। বিয়ের প্রতিশ্রুতি লেখার বিষয়ে নানা কথা তিনি সেখানে পেয়ে যান। বিয়ে–সম্পর্কিত নানা প্রতিশ্রুতির বিষয়গুলোও তাঁর সামনে তুলে আনে চ্যাটজিপিটি।

নুয়েন বলেন, চ্যাচজিপিটি তাঁকে যেসব পরামর্শ দিয়েছিল, সেগুলোতে কিছু সম্পাদনা করে আরও কিছু তথ্য যুক্ত করেন তিনি।

কোয়ালকমের ওই কর্মী আরও বলেন, চ্যাটজিপিটি তাঁর মানসিক চাপ কিছুটা দূর করে দিয়েছিল।

শুধু নুয়েন নন, ইতিমধ্যে আরও অনেক জুটি তাঁদের বিয়ের পরিকল্পনা, বিয়ের প্রতিশ্রুতি লেখা থেকে শুরু করে নানা কাজ এ প্রোগ্রামের মাধ্যমেই সেরে নিচ্ছেন।

গত বছরের নভেম্বরে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটি নামের এই চ্যাটবট। ব্যবহাকারী এ চ্যাটবটকে বিভিন্ন নির্দেশনা দিয়ে দরকারি নানা তথ্য লিখে নিতে পারেন। এর মধ্যে নিবন্ধ, ই–মেইল থেকে শুরু করে নানা বিষয় থাকতে পারে।