দরিদ্র দেশগুলোর নারীরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, দরিদ্র দেশগুলোর প্রায় ৯০ শতাংশ তরুণ নারী ও কিশোরী ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হন। পুরুষের তুলনায় নারীদের এ হার বেশি।
প্রতিবেদনে ইউনিসেফ বলছে, ইন্টারনেট ব্যবহারে নারীদের এভাবে পিছিয়ে থাকা ক্রমবর্ধমান ডিজিটাল সংযুক্তির এই বিশ্বে নারীদের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার গুরুতর ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতা অর্জনের পথ বন্ধ থাকছে।
দরিদ্র দেশগুলোর প্রায় ৭৮ শতাংশ কিশোর–তরুণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন, প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইউনিসেফ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৬ কোটি ৫০ লাখ কিশোরী–তরুণী ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত। এর বিপরীতে একই বয়সের কিশোর–তরুণদের মধ্যে এ সংখ্যা প্রায় ৫ কোটি ৭০ লাখ। স্বল্পআয়ের ৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে ইউনিসেফ।
ইউনিসেফের শিক্ষাবিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স এক বিবৃতিতে বলেন, ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত থাকার ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা এগিয়ে রয়েছেন। এ বৈষম্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত থাকার চেয়েও বেশি কিছু। এটা উদ্ভাবক হওয়া ও নেতৃত্ব দেওয়ার সুযোগ থেকে পিছিয়ে থাকার ঝুঁকি তৈরি করে।
রবার্ট জেনকিন্স আরও বলেন, ‘যদি আমরা চাকরির বাজারে লৈঙ্গিক বৈষম্য দূর করতে চাই, বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিতে নারীদের এগিয়ে যাওয়া নিশ্চিত করতে চাই, তাহলে নারীসহ তরুণ বয়সীদের ডিজিটাল দক্ষতা বাড়াতে হবে।’